মধ্যমগ্রামে শুটআউট, রাতে এক যুবককে গুলি করে পালাল ৩ দুষ্কৃতী
মধ্যমগ্রামে শুটআউট। রাতে এক যুবককে গুলি করে পালাল ৩ দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় রঞ্জন দাস নামে ওই যুবককে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে শ্রীনগরের দুর্গামণ্ডপের কাছে বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন রঞ্জন। সে সময় একটি বাইকে করে আসে ৩ দুষ্কৃতী। দুজনকে দেখে বাইক থামায় তারা। দুর্গামণ্ডপ কোথায় , জিজ্ঞাসা করে রঞ্জন ও তাঁর বন্ধুকে। সন্দেহ হওয়ায় পাল্টা প্রশ্ন করেন রঞ্জন। জানতে চান তাঁরা কোথা থেকে এসেছেন এবং তাঁদের ব্যাগে কী রয়েছে। এরপরই আগ্নেয়াস্ত্র বের করে ২ যুবককে ভয় দেখাতে শুরু করে দুষ্কৃতীরা। অন্য বন্ধুদের ডাকতে গেলেই রঞ্জনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তারা। একটি তার পাঁজরে এবং একটি বুকে গিয়ে লাগে। লুটিয়ে পড়েন রঞ্জন। চম্পট দেয় দুষ্কৃতীরা। বারাসতের হাসপাতাল থেকে রঞ্জন দাসকে স্থানান্তর করা হয় বাইপাসের হাসপাতালে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
ওয়েব ডেস্ক: মধ্যমগ্রামে শুটআউট। রাতে এক যুবককে গুলি করে পালাল ৩ দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় রঞ্জন দাস নামে ওই যুবককে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে শ্রীনগরের দুর্গামণ্ডপের কাছে বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন রঞ্জন। সে সময় একটি বাইকে করে আসে ৩ দুষ্কৃতী। দুজনকে দেখে বাইক থামায় তারা। দুর্গামণ্ডপ কোথায় , জিজ্ঞাসা করে রঞ্জন ও তাঁর বন্ধুকে। সন্দেহ হওয়ায় পাল্টা প্রশ্ন করেন রঞ্জন। জানতে চান তাঁরা কোথা থেকে এসেছেন এবং তাঁদের ব্যাগে কী রয়েছে। এরপরই আগ্নেয়াস্ত্র বের করে ২ যুবককে ভয় দেখাতে শুরু করে দুষ্কৃতীরা। অন্য বন্ধুদের ডাকতে গেলেই রঞ্জনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তারা। একটি তার পাঁজরে এবং একটি বুকে গিয়ে লাগে। লুটিয়ে পড়েন রঞ্জন। চম্পট দেয় দুষ্কৃতীরা। বারাসতের হাসপাতাল থেকে রঞ্জন দাসকে স্থানান্তর করা হয় বাইপাসের হাসপাতালে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।