Shantiniketan: রাতের শান্তিনিকেতনে একী! লুকিয়ে মোবাইলে মহিলাদের 'অশ্লীল' ছবি তুলছেন সরকারি চিকিৎসক!

কেনাকাটার সময় দেখতে পান, এক ব্যক্তি মোবাইল ক্যামেরায় তাঁদের ছবি তুলছেন। মোবাইলে একাধিক মহিলার ছবি পাওয়া যায়।

Updated By: Feb 4, 2025, 01:47 PM IST
Shantiniketan: রাতের শান্তিনিকেতনে একী! লুকিয়ে মোবাইলে মহিলাদের 'অশ্লীল' ছবি তুলছেন সরকারি চিকিৎসক!

প্রসেনজিৎ মালাকার: শান্তিনিকেতনে মহিলাদের অশ্লীলভাবে ছবি তোলার অভিযোগ। অভিযুক্ত একজন সরকারি চিকিৎসক। বোলপুরের এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে শান্তিনিকেতন এলাকায় দোকানের সামনে মহিলাদের অশ্লীলভাবে ছবি তোলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে সোমবার রাতে ভুবনডাঙা সংলগ্ন হস্তশিল্পের দোকানগুলির সামনে। জানা গেছে, কলকাতা থেকে একটি নাচের দলের মহিলারা শান্তিনিকেতনে এসেছিলেন। সোমবার রাতে কেনাকাটার সময় তাঁরা দেখতে পান, এক ব্যক্তি মোবাইল ক্যামেরায় তাঁদের ছবি তুলছেন। সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে মোবাইল চেক করেন। মোবাইলে একাধিক মহিলার ছবি পাওয়া যায়। জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন সরকারি চিকিৎসক।

যদিও প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে পরে স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হলে সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় রাতের বোলপুর ও শান্তিনিকেতনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.