মদ্যপানের প্রতিবাদ, পুলিসকে পেটাল পুলিসই!
নামেই পুলিস কোয়ার্টার। সেখানেই আইন শৃঙ্খলা শিঁকেয়। সন্ধে হলেই কোয়ার্টারের ভেতরে বসত মদ্যপানের আসর।
![মদ্যপানের প্রতিবাদ, পুলিসকে পেটাল পুলিসই! মদ্যপানের প্রতিবাদ, পুলিসকে পেটাল পুলিসই!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/10/20/148676-police.jpg)
নিজস্ব প্রতিবেদন: রক্ষকই ভক্ষক।পুলিস কোয়ার্টারের ভেতরেই খুল্লামখুল্লা মদ্যপান।মদ্যপানে সামিল সার্জেন্ট থেকে হোমগার্ড সকলেই। মদ্যপদের অভব্য আচরণের প্রতিবাদের মাসুল গুনতে হল চন্দননগর পুলিস কমিশনারের দেহরক্ষীকে। দশমীর রাতে টালিগঞ্জ ইএফ লাইনের ঘটনা।
আরও পড়ুন: ডিজে-র সঙ্গে নাচ! শোভাযাত্রায় পিষে মৃত্যু ৮ জনের
নামেই পুলিস কোয়ার্টার। সেখানেই আইন শৃঙ্খলা শিঁকেয়। সন্ধে হলেই কোয়ার্টারের ভেতরে বসত মদ্যপানের আসর। আসরে সামিল ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে ফায়ার ব্রিগেডের হোমগার্ড। চন্দননগরের পুলিস কমিশনার অজয় কুমারের দেহ রক্ষী সুখসাগর সিং শুক্রবার এই ঘটনার প্রতিবাদ করেন। সুখসাগরের প্রতিবাদে বেজায় চটে যান মদ্যপ পুলিস কর্মীরা। সন্ধেয় বাড়ি ফেরার সময় সুখসাগররে তুলে নিয়ে যায় মত্ত পুলিস কর্মীরা। বহিরাগত যুবকদের সঙ্গে নিয়ে বেধড়ক মারধর করা হয় সুখসাগরকে।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়েছিল মেয়ে... উদ্ধার খুবলে খাওয়া দেহ
পুলিস কোয়ার্টারের পুজোর সেক্রটারি সুজাতা কর ঘটনার তীব্র নিন্দা করেছেন। ঘটনায় অভিযুক্ত এক ফায়ার ব্রিগেড কনস্টেবল ও এক হোমগার্ড কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ দায়ের হয় যাদবপুর থানায়।