Bangladesh: '৪ দিন কেন, ৪০০ বছরেও কলকাতা দখল করতে পারবে না বাংলাদেশ', বিস্ফোরক ফুরফুরা শরীফের পীরজাদা
Furfura Sharif: চার দিন কেন, চারশো বছর সময় দিলেও কলকাতা দখল করতে পারবে না বাংলাদেশ,বললেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী।
বিধান সরকার: ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে চাপানোতোর ক্রমশই বাড়ছে। কলকাতা দখলের হুঁশিয়ারি ছিলো বাংলাদেশের বিএনপি নেতার,ওঁর বয়স হয়েছে তার মানসিক চিকিৎসা করানো প্রয়োজন বলে মনে করেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী।
'চারদিন কেন চারশো বছর সময় দিলেও বাংলাদেশ কলকাতা দখল করতে পারবে না।আমরা হাতে চুরি পরে বসে নেই।আগেও বলেছি,ভারতের দিকে যে কেউ লাল চোখ দেখালে তার চোখ উপড়ে নেব।একমুঠো মাটি নিতে এলেও কব্জি কেটে নেব', বিস্ফোরক ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী।
আরও পড়ুন- Helal Hafiz Passes Away: হেলাল হাফিজের মহা'প্রস্থান'! ভালো থাকবেন, পত্র দেবেন...
তিনি আরও বলেন, 'বাংলাদেশের সেই মানুষদের বলব,বাংলাদেশের মানুষের রুজি রুটির কিভাবে ব্যবস্থা করা যায় সেদিকে লক্ষ্য রাখুন। বাংলাদেশে কিভাবে শান্তি ফিরে আসবে হিন্দু মুসলমান তারা কিভাবে একসঙ্গে মিলেমিশে থাকবে সেদিকে খেয়াল করুন। উত্তেজিত করে বাজার গরম করে কোন লাভ হবে না।যখন যুদ্ধ লাগবে তখন এইসব লোককে আর খুঁজে পাওয়া যাবে না'।
বাংলাদেশের প্রাক্তন মেজর বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ সেনা বাহিনী তৈরীর কথা বলেছে ভারতের বিরুদ্ধে লড়তে।সেই প্রসঙ্গে ত্বহা সিদ্দিকী বলেন,'আমি অনুরোধ করব এসব ফুফু আওয়াজ মারা বন্ধ করুন।বাংলাদেশের মানুষ কিভাবে রুজি রুটি পাবে সেদিকে নজর দিন।বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা ফুকু আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করছে বলে মনে করি।যদি ওরা মনে করে প্রশিক্ষণ দিয়ে সবাইকে মিলিটারি করবে তাহলে আমরা এখানে বিনা প্রশিক্ষণে প্রস্তুত আছি।এতে সাধারণ মানুষকে শুধুমাত্র উত্তেজিত করা হচ্ছে।সংখ্যালঘু সংখ্যা গুরু মানুষ কিভাবে শান্তিতে থাকবেন তাদের ধর্ম পালন করবেন সেদিকে লক্ষ রাখা উচিত।আমাদের ভারতবর্ষের দিকে তাকাতে হবে না সেদিকে তাকাতে গেলে হাজার বার নয় লক্ষ বার ভাবতে হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)