VIRAL VIDEO | Gukesh Dommaraju: গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন, ছুটে এলেন রজনীকান্ত, জড়িয়ে অঝোরে কাঁদলেন...

Gukesh Dommaraju Cries In His Father's Arms: মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস দোম্মারাজু গুকেশের...  

Updated By: Dec 13, 2024, 02:44 PM IST
VIRAL VIDEO | Gukesh Dommaraju: গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন, ছুটে এলেন রজনীকান্ত, জড়িয়ে অঝোরে কাঁদলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্টব্রিজ আনন্দ (বিশ্বনাথন আনন্দ,Viswanathan Anand ) চেস অ্যাকাডেমির প্রথম ব্যাচের ছাত্রদেরই একজন দোম্মারাজু গুকেশ (Gukesh Dommaraju)। আর সেই গুকেশ মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখেছেন সিঙ্গাপুরে। ছেলের সুখবরের আশায় বাইরে অপেক্ষা করছিলেন বাবা রজনীকান্ত। ছেলেকে বেরিয়ে আসতেই দেখেই বাবা ছুটে যান। এরপর বাবাকে জড়িয়ে অঝোরে কাঁদলেন গুকেশ। সেই ভিডিয়ো রাতারাতি নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। চোখ ভিজেছে নেটাগরিকদের...

আরও পড়ুন: 'যে ছেলে রাজা হবে'! ছাত্রের সঙ্গে কিংবদন্তির ছবিতে ঝড়, জানেন গুকেশ কত টাকা পেলেন?

মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখেছেন গুকেশ। চেন্নাইয়ের দাবাড়ু চিনের বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে নজির গড়েছেন। ১৪ নম্বর ম্যাচে গুকেশ জিততেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এই ঐতিহাসিক জয়ের ফলে গুকেশ হয়ে গেলেন ক্লাসিক্যাল চেসের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। ২০১২ সালে বিশ্বনাথন আনন্দের রাজত্ব শেষ হওয়ার পর তিনি এই সম্মানজনক খেতাব জিতে নেওয়া প্রথম ভারতীয়। তাঁর অসাধারণ যাত্রা জাতীয় গর্বকে পুনর্জীবিত করেছে এবং অসংখ্য আশাবাদী খেলোয়াড়কে অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন:  খবরে মিতালি রাজ, মাঝপথেই শেষ হল সম্পর্ক! ব্যর্থতাই কি কারণ?

সিঙ্গাপুরে বিশ্বচ্যাম্পিয়ন জিতে গুকেশ রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে মোট পুরস্কার মূল্য ধার্য করা হয়েছে ২৫ লক্ষ ডলার। এই ইভেন্টের প্রতি ক্ল্যাসিকাল ম্যাচ জিতলে পাওয়া যায় ২ লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় হিসেব করলে যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকার মতো। গুকেশ মোট তিনটি ক্ল্যাসিকাল ম্যাচ জিতে ৬ লক্ষ ডলার পেয়েছেন। মানে এখানেই, তাঁর ঝুলিতে এসে গিয়েছে প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা। ওদিকে ডিং লিরেন দু'টি ক্ল্যাসিকাল ম্যাচ জিতে ৩ কোটি ৩৮ লক্ষ টাকা পেয়েছেন। মোট পুরস্কার মূল্যের ২৫ লক্ষ ডলারের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার করে জিতেছেন। বাকি ১৫ লক্ষ ডলার ভাগাভাগি হয়েছে। ফলে গুকেশের পকেটে ১৩.৫ লক্ষ ডলার ঢুকেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। লিরেনের সংগ্রহে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা। বলাই যায় যে  বিশ্বচ্যাম্পিয়ন হয়ে প্রায় ১২.৫০ কোটি টাকা পেয়েছেন গুকেশ।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.