রানিনগরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা আলতাফ আলির মৃত্যু, গ্রেফতার ৩
১৭ সদস্যের উপস্থিতিতে আস্থা ভোটে মঙ্গলবার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সোনালি সিংহ রায়। লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আলতাফ আলি এই সোনালি সিংহ রায় ঘনিষ্ঠ বলেই পরিচিত।
সোমা মাইতি: মুর্শিদাবাদে গুলিবিদ্ধ তৃণমূল নেতা আলতাফ আলির মৃত্যু। বুধবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। তৃণমূল নেতা খুনে জড়িত তৃণমূল কর্মীরাই। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিসের। ঘটনায় গ্রেফতার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক সদস্য সহ ৩ জন।
মঙ্গলবার বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন মুর্শিদাবাদের রানিনগরের তৃণমূল নেতা আলতাফ আলি। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় বিরোধী গোষ্ঠীর দিকেই অভিযোগের আঙুল উঠছে। প্রসঙ্গত, ১৭ সদস্যের উপস্থিতিতে আস্থা ভোটে মঙ্গলবার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সোনালি সিংহ রায়। লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আলতাফ আলি এই সোনালি সিংহ রায় ঘনিষ্ঠ বলেই পরিচিত। খুনের ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস।
উল্লেখ্য, এর আগে ২০২২-এর ২৪ নভেম্বর মুর্শিদাবাদের নওদায় নদিয়ার তৃণমূল নেতা মতিরুল বিশ্বাস খুনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। ২০২২-এর ১১ ডিসেম্বর কামারহাটিতে এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় কাউন্সিলরের এক অনুগামীকে। গত বছরের ৭ ডিসেম্বর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড়ের তৃণমূল নেতা ফজলে করিমের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। এরপর চলতি জানুয়ারির ১০ তারিখে মুর্শিদাবাদেরই হরিহরপাড়ায় গভীর রাতে বাড়ি ঢুকে কুপিয়ে খুন করা হয় এক তৃণমূল কর্মীকে। এবার পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার।
আরও পড়ুন, TMC: থানায় বসিয়ে রেখে তৃণমূল বিধায়ককে 'ক্ষমা' চাইতে বাধ্য করলেন SDPO...