ডোমকলের দখল নিল তৃণমূল
ডোমকল পুরসভা দখলের পথে তৃণমূল। ২১টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয়ী তৃণমূল কংগ্রেস। তাত্পর্যপূর্ণভাবে ফল বেরতেই ২০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী বাম প্রার্থী তৃণমূলে যোগ দেন।
![ডোমকলের দখল নিল তৃণমূল ডোমকলের দখল নিল তৃণমূল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/17/85771-domkal.jpg)
ওয়েব ডেস্ক: ডোমকল পুরসভা দখলের পথে তৃণমূল। ২১টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয়ী তৃণমূল কংগ্রেস। তাত্পর্যপূর্ণভাবে ফল বেরতেই ২০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী বাম প্রার্থী তৃণমূলে যোগ দেন।
মুর্শিদাবাদের সীমান্তবর্তী মহকুমা ডোমকলে এবারই প্রথম পুরভোট হয়। ২১ আসনের ডোমকল পুরসভার ভোটে এবার যুদ্ধের শিবিরই বদলে গিয়েছিল। নতুন প্রতিদ্বন্দ্বীকে রুখতে, সন্ধির হাত মিলিয়ে লড়াই করেছে ৪০ বছরের যুযুধান দুই শিবির।
এদিকে, মিরিক দখল করে পাহাড়ে পা রাখল তৃণমূল কংগ্রেস। মিরিক পুরসভার ৯টির মধ্যে ৫টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ইতিমধ্যেই ২, ৫, ৭, ৮, ৯ ওয়ার্ড দখল করেছে ঘাসফুল। (আরও পড়ুন- লক্ষ্য রাজ্যের আর্থিক শ্রীবৃদ্ধি, শিল্পপতিদের নিয়ে বৈঠক অর্থমন্ত্রী অমিত মিত্রর )