ব্যারাকপুরে মর্মান্তিক ঘটনা, মেয়ের শ্বাসরোধ করে আত্মঘাতী গৃহবধূ!
পাশের ঘরের এক ভাড়াটিয়া জালনা দিয়ে দেখতে পান এক মহিলা ঝুলছে। সেই দেখে তিনি বাড়ির অন্যদের বিষয়টি জানান।
![ব্যারাকপুরে মর্মান্তিক ঘটনা, মেয়ের শ্বাসরোধ করে আত্মঘাতী গৃহবধূ! ব্যারাকপুরে মর্মান্তিক ঘটনা, মেয়ের শ্বাসরোধ করে আত্মঘাতী গৃহবধূ!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/08/260370-4.gif)
নিজস্ব প্রতিবেদন: মেয়ের শ্বাসরোধ করে, আত্মঘাতী মা! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর সদর বাজার এলাকায়। এর পেছনে কী কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিস।
আরও পড়ুন-লকডাউন ঘোষণার দিনই কলকাতায় রেকর্ড সংক্রমণ, দেখুন বাকি জেলার কী হাল
এলাকার সুজয় সাহার বাড়িতে ভাড়া থাকতেন মহম্মদ ইমরান ও তার পরিবার। ইমরান একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন । লক ডাউনের পর থেকে তিনি কাজ হারা। এনিয়ে পরিবারে অশান্তি ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।
পাশের ঘরের এক ভাড়াটিয়া জালনা দিয়ে দেখতে পান এক মহিলা ঝুলছে। সেই দেখে তিনি বাড়ির অন্যদের বিষয়টি জানান। দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রতিবেশীরা দেখতে পান বাচ্চা মেয়েটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর মা ঝুলন্ত অবস্থায়। খবর দেওয়া হয় ব্যারাকপুর থানায়।
আরও পড়ুন-গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু ২৩ জনের, নতুন করে আক্রান্ত ৯৮৬
পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনার সময় ইমরান বাড়িতে ছিলেন না। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। মৃত ওই মহিলার নাম পরভিন খাতুন(২৮) এবং বাচ্চাটির নাম ইভানা খান(৩)।
জোড়া মৃত্যুর পেছনে আসল কী, তা জানতে ব্যারাকপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।