Birbhum Murder: পুরনো শত্রুতার জের, ঘর থেকে ডেকে এনে বন্ধুকে পিটিয়ে মারল ৩ যুবক!
মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাত এগারোটা নাগাদ বিক্রমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ৩ বন্ধু
![Birbhum Murder: পুরনো শত্রুতার জের, ঘর থেকে ডেকে এনে বন্ধুকে পিটিয়ে মারল ৩ যুবক! Birbhum Murder: পুরনো শত্রুতার জের, ঘর থেকে ডেকে এনে বন্ধুকে পিটিয়ে মারল ৩ যুবক!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/16/382577-5.jpg)
প্রসেনজিত্ মালাকার: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার বহড়া গ্রামে। মৃত যুবকের নাম বিক্রম বাগদী।
মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাত এগারোটা নাগাদ বিক্রমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ৩ বন্ধু অভিজিত্ বাগদী, বাপী বাগদী ও গোপাল বাগদী। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে বিক্রমকে লাথি ঘুঁসি মারতে থাকে তিনজন। সেইসময় নাতিকে বাঁচাতে ছুটে যান তার ঠাকুমা ঠান্ডা বাগদী। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওই বৃদ্ধার। মারধর করার পর ঘটনাস্থলেই বিক্রমকে ফেলে রেখে পালায় তিনজন।
এদিকে, বিষয়টি জানাজানি হতেই জড়ো হয়ে যায় পাড়ার লোকজন। তারা পুলিসে খবর দিলে হাজির হয় ময়ূরেশ্বর থানার পুলিস। তল্লাশি চালিয়ে সেই রাতেই গ্রেফতার করা হয় ৩ জনকে। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন-Purulia Murder: পুরুলিয়ায় বাবা-ছেলে খুনের কিনারা, গ্রেফতার বানজারা গ্যাংয়ের ৩ দুষ্কৃতী