Maha Kumbh 2025 | Siliguri: পুণ্যস্নান করেও ফেরা হল না ঘরে, 'মহাকুম্ভ কাড়ল' ২ সন্তানের বাবাকেও! কারণ মর্মান্তিক...
Siliguri businessman died: মঙ্গলবার রাতে রাজধানী এক্সপ্রেসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাজধানীর মতো ট্রেনেও বিনা টিকিটে বহু যাত্রী ট্রেনের বিভিন্ন কামরায় জোর করে উঠে পড়ে।
![Maha Kumbh 2025 | Siliguri: পুণ্যস্নান করেও ফেরা হল না ঘরে, 'মহাকুম্ভ কাড়ল' ২ সন্তানের বাবাকেও! কারণ মর্মান্তিক... Maha Kumbh 2025 | Siliguri: পুণ্যস্নান করেও ফেরা হল না ঘরে, 'মহাকুম্ভ কাড়ল' ২ সন্তানের বাবাকেও! কারণ মর্মান্তিক...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/12/520982-siliguri.png)
নারায়ণ সিংহ রায়: মহাকুম্ভে গিয়ে ফের মৃত্যু আরও এক বাঙালির! মহাকুম্ভে স্নান সেরে বাড়ি ফেরার পথে ট্রেনে অস্বাভাবিক ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতিতে মৃত্যু শিলিগুড়ির এক ব্যবসায়ীর।
মহাকুম্ভে স্নান করে ফেরার সময় রেলের চূড়ান্ত অব্যবস্থার বলি হলেন শিলিগুড়ির এক ব্যাবসায়ী। মৃতের নাম রমেশ কুমার জয়েসওয়াল ( ৪৯)। তিনি শিলিগুড়ি পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের বিধান মার্কেটের বাসিন্দা। জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি বন্ধুদের সঙ্গে প্রয়াগরাজের কুম্ভ মেলায় পুণ্যস্নান করতে যান তিনি। সব সেরে মঙ্গলবার রাতে রাজধানী এক্সপ্রেসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।
এদিকে রাজধানীর মতো ট্রেনেও বিনা টিকিটে বহু যাত্রী ট্রেনের বিভিন্ন কামরায় জোর করে উঠে পড়ে। যার জেরে তিল ধারণের জায়গা ছিল না কামরায়। অত্যধিক ভিড়ে দমবন্ধকর পরিস্থিতিতে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর থেকে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন রমেশ কুমার। বন্ধুদের জানালে, তাঁরা দ্রুত পাটনা রেল স্টেশনে তাঁকে রেল কর্তৃপক্ষ ও আরপিএফের সাহায্যে নামিয়ে হাসপাতালে ভর্তি করতে নিয়ে যান।
কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই খবর এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। দেহ পাটনার হাসপাতালে ময়নাতদন্তের পর সড়কপথে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনায় ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি নান্টু পাল রেলের অব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, "কামরায় প্রচুর মানুষ বিনা টিকিটে জোর করে ঢুকে পড়েছিল। তাতেই একপ্রকার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। বিনা টিকিটে কেমন করে লোক ট্রেনে উঠে পড়ছে, এটা রেলের দেখা উচিত। এই পরিবারের অনেক ক্ষতি হয়ে গেল। স্ত্রী আর দুটো ছোটো ছোটো সন্তান রয়েছে।"
আরও পড়ুন, Newtown Incident: 'ক্ষমাহীন!' নিউটাউন কাণ্ডে নিজের 'ধর্ষক-খুনি' ছেলের 'ফাঁসি' চাইলেন মা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)