Mahakumbh 2025: WATCH | 'হারিয়ে ফেলা' স্ত্রীকে মহাকুম্ভের সঙ্গমে আবার খুঁজে পেয়ে অঝোরে কান্না স্বামীর, ভাইরাল...
Mahakumbh 2025 Viral Video: ভালোবাসার ও পারিবারিক বন্ধনের এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
![Mahakumbh 2025: WATCH | 'হারিয়ে ফেলা' স্ত্রীকে মহাকুম্ভের সঙ্গমে আবার খুঁজে পেয়ে অঝোরে কান্না স্বামীর, ভাইরাল... Mahakumbh 2025: WATCH | 'হারিয়ে ফেলা' স্ত্রীকে মহাকুম্ভের সঙ্গমে আবার খুঁজে পেয়ে অঝোরে কান্না স্বামীর, ভাইরাল...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521088-reunion.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিড়ের মাঝে মহাকুম্ভে হারিয়ে গিয়েছিল বউ! স্ত্রীকে খুঁজে পেয়ে তারপর মেলার মাঝেই অঝোরে কাঁদলেন স্বামী। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, স্ত্রী সন্তানদের নিয়ে মহাকুম্ভে আসেন ওই ব্য়ক্তি। কিন্তু সঙ্গমে অত মানুষের ভিড়ের মধ্যে স্ত্রী সন্তানদের থেকে আলাদা হয়ে যান তিনি। স্ত্রী সন্তানরা কাছছাড়া হতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স্ত্রী সন্তানদের হারিয়ে ফেলেছেন ভেবে কান্নায় ভেঙে পড়েন। ভিড়ের মাঝে ওভাবে এক ব্যক্তিকে কাঁদতে দেখে হকচকিয়ে যায় সবাই।
তবে তাঁর ভয়ের কান্না অল্প কিছু পরই আনন্দাশ্রুতে বদলে যায়। যখন তিনি তাঁর স্ত্রী ও বাচ্চাদের খুঁজে পান এবং দেখেন যে, তাঁরা নিরাপদে আছেন। স্বামীকে কাঁদতে দেখে তাঁর বুকে মাথা রেখে সান্ত্বনা দিতে দেখা যায় স্ত্রীকেও। ভালোবাসার ও পারিবারিক বন্ধনের এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়ো দেখে নেটিজেনরা অনেকেই তাঁদের জুটি সদা সুস্থ ও অক্ষুণ্ণ থাকার জন্য প্রার্থনা করেছেন। কেউ কেউ আবার হার্ট ইমোজিও দিয়েছে কমেন্টে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)