ভোটদানে বাধা, নানুরে দুষ্কৃতীদের ঠেঙিয়ে এলাকাছাড়া করল বিজেপির মহিলা বাহিনী
বিজেপি সমর্থককে মারধর ঘিরে উত্তপ্ত নানুর।
![ভোটদানে বাধা, নানুরে দুষ্কৃতীদের ঠেঙিয়ে এলাকাছাড়া করল বিজেপির মহিলা বাহিনী ভোটদানে বাধা, নানুরে দুষ্কৃতীদের ঠেঙিয়ে এলাকাছাড়া করল বিজেপির মহিলা বাহিনী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/29/189650-nanur.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিজেপি সমর্থককে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে উত্তাল বীরভূমের নানুর। আর তারপরই লাঠি হাতে বেরিয়ে আসেন গ্রামের মহিলারা। বুথের কাছে তৃণমূলের অস্থায়ী শিবিরে চলে ভাঙচুর। গ্রামে ঢুকে তৃণমূল সমর্থকদের বাড়িতেও চড়াও হন মহিলারা।
নানুরের ২১৭ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন এক বিজেপি সমর্থক। ওই সমর্থককে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরই গ্রাম থেকে লাঠি-বাঁশ নিয়ে বেরিয়ে আসেন মহিলারা। তৃণমূলের অস্থায়ী শিবির ভেঙে দেন তাঁরা। ওই অফিসেই চলছিল রান্নার আয়োজন। সে সব পুকুরে ফেলে দেন মরমুখী মহিলারা। শুধু তাই নয়, গ্রামে ঢুকে তৃণমূল কর্মীদের বাড়িতেও চড়াও হন মহিলারা। তাঁদের বক্তব্য, আমরা সবাই বিজেপি করি। আমাদের সমর্থককে মেরেছে ওরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী। কিন্তু পুলিসের সামনেই গ্রামের তৃণমূল সমর্থকদের বাড়িতে চড়াও হন বিজেপির মহিলা সমর্থকরা। আতঙ্কিত তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন- আগুনে ভষ্মীভূত জয়নগরে তৃণমূলের দলীয় অফিসে, অভিযোগ তির বিজেপির দিকে