জেরা করতে এসে বিক্ষোভের মুখে সিআইডি, অফিসারদের বাঁচালেন ভারতী ঘোষ
শুক্রবার প্রায় ৬ ঘন্টা ধরে ভারতীকে জেরা করেন সিআইডি-র তদন্তকারীরা।
![জেরা করতে এসে বিক্ষোভের মুখে সিআইডি, অফিসারদের বাঁচালেন ভারতী ঘোষ জেরা করতে এসে বিক্ষোভের মুখে সিআইডি, অফিসারদের বাঁচালেন ভারতী ঘোষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/19/187847-92a24522-9cbb-4fa6-aaa1-36e7ae953d0e.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভারতী ঘোষকে জেরা করতে আসা সিআইডি আধিকারিকদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। তাঁদের উদ্ধার করলেন ভারতী ঘোষ।
এদিন সন্ধে ৬টা ৩৫ মিনিট নাগাদ দাসপুর থানার কলমিজোড় গ্রামে ভারতী ঘোষকে জেরা করে বেরিয়ে যান সিআইডি আধিকারিকরা। জেরার দ্বিতীয় পর্বে বিক্ষোভের আঁচ মিলছিল ভারতী ঘোষের বাড়ির সামনে। ভারতী ঘোষের আবেদনে তখন বিক্ষোভ দানা বাঁধেনি। সিআইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি ঘিরে ধরেন বিজেপি কর্মী-সমর্থকরা। চলে স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আসপে নামেন খোদ ভারতী ঘোষ
শুক্রবার প্রায় ৬ ঘন্টা ধরে ভারতীকে জেরা করেন সিআইডি-র তদন্তকারীরা। সিআইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে বয়ান রেকর্ড করা হলেও ফের জেরা করা হতে পারে ঘাঁটালের বিজেপি প্রার্থীকে। দিনভর জেরা চলায় প্রচার কর্মসূচি বাতিল করতে বাধ্য হন ভারতী ঘোষ।
বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের ঘটনায় তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন,'এটাই বিজেপির সংস্কৃতি'। তার আগে অবশ্য দিলীপ ঘোষ জানিয়েছিলেন, বিরোধীদের কোণঠাসা করতে সিআইডি-কে ব্যবহার করছে রাজ্য সরকার। মিথ্যা মামলা করা হচ্ছে। তবে এতে বিজেপিরই লাভ হবে।
আরও পড়ুন- লকেটের বাড়ি দুষ্কৃতী তাণ্ডব, লন্ডভন্ড গোটা ঘর, দেখে নিন ছবিতে