বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃনমূল কর্মীরা তাদের পোষ্টার ব্যানার খুলে ছিঁড়ে ফেলে দেয়। 

Updated By: Apr 12, 2019, 01:45 PM IST
বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: বিজেপির পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে উত্তেজনা মালবাজারে। 

 

আগামী ১৮ এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট। ভোটের আগেই উত্তেজনার পারদ চরছে মালবাজারের ওদলাবাড়ি, বাগরাকোট এবং ডামডিম এলাকায়। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃনমূল কর্মীরা তাদের পোষ্টার ব্যানার খুলে ছিঁড়ে ফেলে দেয়। 

ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষ, বিজেপির ক্লাবঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির উত্তর মন্ডলের সভাপতি অখিল সরকার বলেন, ''তৃণমূল এলাকায় সন্ত্রাস তৈরি করছে। মানুষ এর উচিত জবাব দেবে ভোটে। নোংরা রাজনীতি করে ভোটে জেতা যায় না।  আমরা দলীয়স্তরে এবং প্রশাসনকে জানিয়েছি।''  তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃনমূল নেতৃত্ব। মালবাজার ব্লকের তৃনমূলের সভাপতি তমাল ঘোষ বলেন, ''এটা বিজেপির চক্রান্ত।  জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল ২ লক্ষের বেশি ভোটে জয়লাভ করবে। বিজেপি নিজেরাই নিজেদের পোষ্টার ছিঁড়ে তৃনমূলের নাম দিচ্ছে।  বিজেপির কোন সংগঠনই নেই এলাকায়। ''

.