West Bengal News LIVE Update: ফের ভূমিকম্প, সিকিমের পর এবার কাঁপল কাশ্মীর!

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Last Updated: Sunday, February 23, 2025 - 21:27
West Bengal News LIVE Update:  ফের ভূমিকম্প, সিকিমের পর এবার কাঁপল কাশ্মীর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

23 February 2025, 21:30 PM

কাশ্মীরে ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। কেঁপে ওঠল কুপওয়াড়া।

23 February 2025, 14:00 PM

India VS Pakistan: আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই শুরু টানটান ভারত পাকিস্তান ম্যাচ। তার আগে টসে জিতে পাকিস্তান ব্যাট নিল। চেজ করবে ভারত।

23 February 2025, 10:15 AM

Kalyani Baloon Incident: গভীর রাতে মেলার মাঠে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ মৃত্যু! ঘটনাটি ঘটে রাত ১২টা নাগাদ নদীয়ার কল্যানী থানার ঘোড়াগাছা এলাকায়। মৃতার নাম মুসকান মণ্ডল (২৪)। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলনমেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছিল। সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন। তাঁদের কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনের মৃত্যু হয়। আহত তিনজন মধ্যে বেলুন বিক্রেতা রয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া। তদন্তে কল্যানী থানার পুলিস।

23 February 2025, 10:15 AM

Marathon: আইসিসির উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়ে গেল রেড রোডে। এই ম্যারাথন দৌড়ে প্রায় বারোশো প্রতিযোগী অংশগ্রহণ করেছে বলে জানা যায়। পাশাপাশি এই ম্যারাথন দৌড়ে সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিরাও অংশগ্রহণ করেছিলেন। গোল্ড  মেডেল পাওয়া জ্যোতির্ময় সিকদার জানান, সমাজে এই খেলাধুলা হারিয়ে যাচ্ছে। মোবাইলেই আবদ্ধ সকলে। সেই জায়গায় দাঁড়িয়ে আইসিসি সমাজে নতুন প্রজন্মের প্রতি খেলাধুলার যে বার্তা তুলে ধরল তা অভিনব। তাদের এই উদ্যোগের ১০০ বছর পূরণ হল আজ। পাশাপাশি বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল সুতপা রায় জানান, স্কুল-কলেজের মতো এরকম বিভিন্ন সংস্থাও যদি এগিয়ে আসে তাহলে খেলাধুলোটা আরো বাড়বে। আজ বারোশো  প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, আগামী দিনে বারো হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এতে সমাজে যেমন ভালো বার্তা পৌঁছবে, সঙ্গে সঙ্গে শরীর-স্বাস্থ্যও ভালো থাকবে বলে তিনি জানান।

23 February 2025, 09:45 AM

India vs Pakistan: আজ হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সুপার সানডেতে ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। আজ যদি ভারত জিতলে সেমিফাইনালে জায়গা পাকা। অন্যদিকে পাকিস্তানের মরণ বাঁচন ম্যাচ।