West Bengal News LIVE Update: বিধানসভায় ফোন হারালেন হুমায়ুন কবীর, অ্যাসেম্বলি লবি থেকে খোয়া গেল...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর...

Last Updated: Tuesday, February 11, 2025 - 11:52
West Bengal News LIVE Update: বিধানসভায় ফোন হারালেন হুমায়ুন কবীর, অ্যাসেম্বলি লবি থেকে খোয়া গেল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

11 February 2025, 11:45 AM

২০২২ টেট উত্তীর্নরা বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ।যার নাম দেওয়া হয়েছে 'বাংলার বেকারদের মেলা'। সকাল ১১:৩০ মিনিট থেকে বিকেল ৫:০০ টা অবধি থাকবে এই অবস্থান-বিক্ষোভ।অবিলম্বে প্রাথমিকে বিদ্যালয়ে ৫০ হাজার শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা কেউ চপ ভাজবে, কেউ বিক্রি করবে চা, কেউ বিক্রি করবে পাঁপড়, কেউ মিষ্টি ছোলা।

11 February 2025, 09:30 AM

মৈ পিঠের বাঘ আক্রান্ত গণেশ শ্যামল অনেকটা ভালো আছেন। চিকিৎসায় খুশি পরিবার। বাঁ হাতে এবং মুখের ডানদিকে কপালের দিকে সেলাই পড়েছে। এক্সরে হয়েছে, স্ক্যান হয়েছে। আজ মেডিকেল বোর্ড পরবর্তী  সিদ্ধান্ত জানাবে। বিশেষ নজরে রয়েছে চোখ। স্বাভাবিক খাবারদাবার খাচ্ছে। গতকাল থেকে এখনও পর্যন্ত স্বাভাবিক খাবার খাচ্ছেন গনেশ শ্যামল।

11 February 2025, 09:30 AM

মাধ্যমিকের দ্বিতীয় দিনেও বাস বন্ধ রেখে প্রতিবাদ। প্রতিবাদ ফ্রেজরগঞ্জ ধর্মতলা রুটের বাস শ্রমিকদের একাংশের। রুটে মোট বাস ২৭। ৩ টি বাস বাজেয়াপ্ত কলকাতায়। বাকি ২৪ টি বাসের মধ্যে পথে নেমে পরিষেবা দিচ্ছে মাত্র ১১ টি। অসুবিধায় মাধ্যমিক পরীক্ষার্থীরা। পৌলান আমতলা দক্ষিণ বিষ্ণুপুর সহ একাধিক এলাকার পরীক্ষার্থীরা অসুবিধায়। কলকাতায় ঠাকুরপুকুর জোকা খড়িবেড়িয়ায় অনেকের সিট পড়েছে। বাস কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীদের একাংশ।

11 February 2025, 09:00 AM

অবশেষে স্বস্তি ফিরল কুলতলিতে। ভোররাত ৩টা ৩২ মিনিট নাগাদ বাঘ খাঁচাবন্দি হয়। সবজি খেতের মধ্যে ২টি খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল । তাতেই খাঁচাবন্দি হয়। বাঘের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বনদপ্তর সুত্রে জানা গিয়েছে। আজই বাঘকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে। বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা। তারা জানান মাঝেমধ্যে বাঘ এলেও এইভাবে একেবারে লোকালয়ে চলে আসেনি। খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা। সারারাত কার্যত বিনিদ্র রজনী কাটিয়েছেন। বাঘ খাঁচাবন্দি হওয়ার খবরে বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় জমিয়েছেন অনেকেই।

11 February 2025, 08:45 AM

রাত আড়াইটে নাগাদ আগুন  চিংড়িঘাটা লাগোয়া চাউল পট্টি এলাকায়। শুকনো আবর্জনায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পার্কিং করে রাখা একটি ছোট হাতি গাড়িতে আগুন লেগে যায়। দমকলের দুটি ইঞ্জিন ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।