3 February 2025, 08:45 AM
Suvendu Adhikari: শুভেন্দুর খাসতালুকেই সমবায় ভোটে বিজেপির ধাক্কা । একটি আসনেও প্রার্থী খুঁজে পেল না পদ্মশিবির । ৯টির মধ্যে ৫ আসনে বিনা ভোটে জয়ী সিপিএম সমর্থিত প্রার্থীরা । কাঁথি সমবায়ে বাকি ৪ আসনে লড়াই হবে সিপিএম-তৃণমূলের । আগামী ১৪ ফেব্রুয়ারি বাকি ৪ আসনে ভোট হবে।
3 February 2025, 08:45 AM
Ayodhya: অযোধ্যায় ধর্ষণ খুনের অভিযোগে বাড়ছে উত্তাপ। অযোধ্যার মিল্কিপুরে দলিত তরুণীকে ‘ধর্ষণ করে খুন’। ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ । ২ দিন নিখোঁজ থাকার পর খাল থেকে দেহ উদ্ধার । ধর্ষণ করে খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের । বিচারের দাবিতে সরব স্থানীয় এসপি সাংসদ। বিচার না পেলে সাংসদ পদ থেকে ইস্তফার হুঁশিয়ার । পদ থেকে ইস্তফার হুঁশিয়ার স্থানীয় সাংসদের।