21 February 2025, 18:30 PM
সিকিমে ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৯! ভূমিকম্পের উত্সস্থল গ্যাংটকের টোডং শহর থেকে প্রায় ১৭২ কিমি দূরে, ভূ-পৃষ্ঠের ১০ কিমি নিচে। গ্যাংটক তো বটেই, মৃদ কম্পন অনুভূত হয় সিকিমের সর্বত্রই।
21 February 2025, 12:00 PM
Sodepur: সোদপুর অমরাবতী মাঠে আবর্জনার ভ্যাটে মাটি খননের কাজ করছিল কর্মীরা। সেই কাজ চলার সময় মাটির নিচ থেকে উদ্ধার হল মানুষের রক্তমাখা মাথার খুলি। সেই উদ্ধার হওয়া মানুষের রক্তমাখা মাথার খুলির ছবি সংবাদমাধ্যমের হাতে। মানুষের মাথার খুলি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খরদহ থানার পুলিস। মাথার খুলি উদ্ধার নিয়ে এলাকার মানুষ মুখ খুলতে নারাজ। ঘটনাস্থলে এসে খড়দহ থানার পুলিস মাথার খুলি উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি সেই মাথার খুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
21 February 2025, 09:45 AM
Tangra Incident: ট্যাংরাকাণ্ডে রহস্য এখনও বহাল। দুই জা এবং বাড়ির কিশোরী মেয়েকে খুন করা হয়েছে এটা ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার। তদন্তকারীদের কাছে সব থেকে বড় প্রশ্ন, খুন করল কে? দুই ভাইয়ের মধ্যে কে খুনি? কারণ অকুস্থলে ছুরি মিলেছে একটাই। এই ছুরি ব্যবহার করেছে কে? প্রণয় দে নাকি প্রসূণ দে? দুই জা সুদেষ্ণা এবং রোমির গলায় ছুরি দিয়ে আঘাতের চিহ্ন আছে। কিন্তু ১৪ বছরের কিশোরী মেয়েটির নাকে ঠোঁটে ডান হাতে আঁচড়ানো এবং ঘষ্টানোর দাগ আছে। কানের পিছনে রক্ত জমাট বেঁধে আছে। ময়নাতদন্তে তার পেটে বিষ জাতীয় উপাদান পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ বিষক্রিয়া। দুই ভাইয়ের মধ্যে এতগুলো কাজ পরপর করল কে? দুই ভাই মিলিতভাবে করল? নাকি দুজনের কোনো একজন? ঘটনাস্থল থেকে সংগৃহীত ফরেনসিক নমুনা সংগ্রহ করে তার হদিস পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
21 February 2025, 09:45 AM
East Medinipur: রীতিমতো ফিল্মি কায়দায় চোরাই মোবাইল ল্যাপটপ পাচারকারি বাংলাদেশী যুবককে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। কলকাতার খিদিরপুর ফ্যান্সি মার্কেট থেকে গ্রেফতার করেছে বাংলাদেশী যুবককে।
21 February 2025, 09:45 AM
Malbazar Elephant Fight: মালবাজার মহকুমার নাগ্রাকাটার জলঢাকা নদী এলাকায় দুটি দাতাল হাতির লড়াই দেখা গেল। এদিন সকালে প্রত:ভ্রমণে বেরিয়ে কিছু মানুষ হাতিদের এই লড়াই দেখতে পায়। খবর জানাজানি হতেই খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসে। বন দফতরের পক্ষ থেকে পটকা ফাটিয়ে দুটি হাতিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে কিন্তু কোনও ভাবেই হাতি দুটি ফিরছিল না। প্রায় এক ঘণ্টা পর বন দফতরের চেষ্টায় দুটি হাতিকে গরুমারা জঙ্গলে ফেরায় বনকর্মীরা। কী কারনে হাতি দুটির লড়াই তা ক্ষতিয়ে দেখছে বন দফতর।
21 February 2025, 09:30 AM
Jalpaiguri: নজর এড়িয়ে জেলা জুড়ে অসাধু ব্যবসায়ীদের রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার। পাশাপাশি বেআইনি গাঁজার চাষ। জেলা জুড়েই জলপাইগুড়ি পুলিসের অভিযানে সাফল্য।
21 February 2025, 09:30 AM
South 24 Paragana Accident: গঙ্গাসাগরে চৌরঙ্গীর কাছে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পূর্নার্থী বোঝাই একটি বাস উল্টে গেল ঘটনাস্থলে পুলিশ। ৫০ থেকে ৬০ জন পূণ্যার্থী ছিল বলে জানা যায় বাসের মধ্যে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো জিতে যাচ্ছিল বলে জানা যায়। ২৫ থেকে ৩০ জনের মতন গুরুতরযোগ ঘোমায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে সাগর থানার পুলিস।
21 February 2025, 09:30 AM
Uluberia: কুলগাছিয়া স্টেশন চত্ত্বরে প্রকাশ্য দিবালোকে এলাকায় অবাধে চলছে চোলাই মদ বিক্রি থেকে শুরু করে গাঁজা ও সাট্টা জুয়ার আসর৷ প্রশাসন যেন দেখেও দেখে না দিনে কিবা রাতে সব সময়ই প্রায় চলছে এই অসামাজিক কাজকর্ম গুলি৷ দেখার কেউ নেই ৷ এলাকার মানুষজন জানান দীর্ঘদিন ধরে এই জিনিস চলছে বার বার বলেও কোন ফল হয়নি। অবিলম্বে নিত্য দিন ধরে চলা এগুলি বন্ধ হওয়া উচিত৷ এগুলি কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না ৷ লোভে পড়ে এর প্রতি আসক্ত হয়ে কিছু মানুষ সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে কেউবা সর্বশ্রান্ত হয়ে টাকা-পয়সার অভাবে সুইসাইড করছে৷ কেউ রাস্তায় অচৈতন্য অবস্থায় যখন তখন পড়ে থাকছে আগামী প্রজন্ম এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ অবিলম্বে এগুলি বন্ধ হওয়া উচিত৷ এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে৷