WB Weather Update: শীতের বিদায় আসন্ন, বৃষ্টির সম্ভাবনা! চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা...

WB Weather Update: আগামী দু''দিনের মধ্যে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে পরশু বুধবার ২৯ শে জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত।

Updated By: Jan 27, 2025, 09:56 AM IST
WB Weather Update: শীতের বিদায় আসন্ন, বৃষ্টির সম্ভাবনা! চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা...

অয়ন ঘোষাল: শুক্রবার রাতের তাপমাত্রা ১৮.৫। শনিবার রাতের তাপমাত্রা ১৫.১। রবিবার রাতের তাপমাত্রা ১৪.২। ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রায় ৪ ডিগ্রি পতন। আজ রাতে আরো খুব সামান্য পারদ পতনের ইঙ্গিত। রাজ্যে ফিরল শীতের আমেজ। পরশু বুধবার ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ। ফের ঊর্ধ্বমুখী হবে দিন ও রাতের পারদ। তারপর লক্ষ্যনীয় বৃদ্ধি তাপমাত্রার। আনুষ্ঠানিক ভাবে শীতের বিদায় আসন্ন। কাল মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং। এই দুই জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে

তাপমাত্রা বেশ কিছুটা কমলো। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমেছে একদিনে। আরো এক থেকে দু ডিগ্রী কমতে পারে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়। বুধবার থেকে ভারত ঊর্ধ্বমুখী হবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। কুয়াশার সতর্কবার্তা আর নেই। আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ১৩ দিনের মাথায় জালে ৫ অভিযুক্ত! দুর্গাপুরের ব্যবসায়ী অপহরণ কাণ্ডের কিনারা...

উত্তরবঙ্গ

কাল মঙ্গলবারে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলায়। বুধবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। তার প্রভাবে আবার সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে। মাঝারি কুয়াশা র সম্ভাবনা দার্জিলিং সহ উত্তরবঙ্গের ৪-৫ জেলায়। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশা। তাপমাত্রা কিছুটা কমলো উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী দু''দিনে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা।

কলকাতা

৩ দিনে ৪ ডিগ্রি কমল রাতের পারদ। আজ রাতে আরো খুব সামান্য পারদ পতনের ইঙ্গিত। পরশু বুধবার থেকে পারদ উত্থান। সরস্বতী পুজো অর্থাৎ ২ ফেব্রুয়ারির পর স্থায়ী পারদ উত্থান। মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৫.১ থেকে আরো কমে ১৪.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ থেকে সামান্য বেড়ে ২৫.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯০ শতাংশ।

আরও পড়ুন: ঘরের ছেলে পদ্ম সম্মানে ভূষিত, অরিজিতের আনন্দে উদ্বেল মুর্শিদাবাদ...

ভিনরাজ্যে

ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরপ্রদেশ বিহার ওড়িশাতে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ও ত্রিপুরাতে। শীতল দিনের পরিস্থিতি বিহারে। শৈত্য প্রবাহের সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং হিমাচল প্রদেশে।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.