VIRAL VIDEO | Jay Shah’s Baby Boy At Maha Kumbh 2025: মহাকুম্ভে অমিত-জয়ের আবেগঘন মুহূর্ত, পরিবারের নতুন সদস্যকে সাধুদের আশীর্বাদ...

Jay Shah’s Baby Boy At Maha Kumbh 2025: পরিবারের নতুন সদস্যকে নিয়ে অমিত শাহ ও জয় শাহ প্রয়াগরাজে...

Updated By: Jan 27, 2025, 04:58 PM IST
VIRAL VIDEO | Jay Shah’s Baby Boy At Maha Kumbh 2025: মহাকুম্ভে অমিত-জয়ের আবেগঘন মুহূর্ত, পরিবারের নতুন সদস্যকে সাধুদের আশীর্বাদ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অধুনা প্রয়াগরাজে প্রতিদিন পুণ্যস্নান করছেন লক্ষ লক্ষ মানুষ। অতীতে এই জায়গা পরিচিত ছিল 'ইলাহাবাদ' নামে। সাধু-সন্ন্যাসিনীদের ভিড়ে থিকথিক করছে উত্তরপ্রদেশের এই তীর্থক্ষেত্র। প্রয়াগরাজে এবার এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ও তাঁর পুত্র তথা আইসিসি (ICC Chairman) চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)। 

আরও পড়ুন: কপালে তিলক, গলায় মালা, একেবারে সাধুর বেশেই মহাকুম্ভে এলেন মহেন্দ্র!

পিতা-পুত্রের সঙ্গে প্রয়াগরাজে ছিল শাহ পরিবারের নতুন সদস্যও। গতবছর আইপিএলে মেগা নিলাম চলাকালীনই ছেলের বাবা হয়েছিলেন জয়। দুই মেয়ের পর জয়ের ঘর আলো করে এসেছে ছেলে। প্রয়াগরাজে সদ্যোজাতকে সাধুরা আশীর্বাদ করেছেন। সেই ভিডিয়ো এখন ভাইরাল। সোম সকালে প্রয়াগরাজে জয় শাহ পা রেখেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে  ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানও সেরেছেন। জানা গিয়েছে জয় বড়ে হনুমান জি মন্দির এবং অক্ষয়ভাটে যাবেন। সেখানকার মহারাজ এবং অন্যান্য সাধুদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারবেন তিনি। এরপর জুনা আখড়া পরিদর্শন করবেন। জয়ের গুরু শরণানন্দজির আশ্রম পরিদর্শন করারও কথা রয়েছে। সেখানে গুরু শরণানন্দজি এবং গোবিন্দ গিরিজির মহারাজের সঙ্গে দেখা করবেন জয়। এরপর তিনি শৃঙ্গেরি,পুরী এবং দ্বারকার শঙ্করাচার্যদের সঙ্গেও দেখা করবেন। অমিত এদিন সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।

একযুগ অর্থাত্‍ বারো বছর পরে-পরে আসে এই মহালগ্ন- মহাকুম্ভ মেলা। এটি পালিত হয় ভারতের চার জায়গায়-- প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী। এই মেলাগুলি চারটি নদীতীরবর্তী স্থানে পালিত হয়-- প্রয়াগরাজ হল গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থল, হরিদ্বারে গঙ্গা, নাসিকে গোদাবরী, উজ্জয়িনীতে শিপ্রা। এই চার জায়গার কুম্ভ মেলা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত।

আরও পড়ুন:  'অন্য মহিলাদের স্পর্শ নয়', ভারতীয় মহিলাকে করমর্দনে অস্বীকার দাবাড়ুর, নেপথ্যে ধর্ম!

কুম্ভ মেলা সাধারণত, দুধরনের। অর্ধ কুম্ভ এবং পূর্ণ কুম্ভ। এই ২০২৫ সালে এবার পূর্ণকুম্ভ। মেলা শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। ঘটনাচক্রে এদিনই শিবরাত্রি। কর সংক্রান্তির প্রথম শাহি স্নান হয়েছে ১৪ জানুয়ারি। 'বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রীদের সমাবেশ' হিসেবে বিবেচিত হয় কুম্ভ মেলা। এই মেলাটি ইউনেস্কোর 'মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকা'র অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৯ সালের কুম্ভ মেলায় ২০ কোটি (২০০ মিলিয়ন)-রও বেশি হিন্দু একত্রিত হয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে ব্যস্ত দিনে প্রায় ৫ কোটি মানুষ অংশগ্রহণ নিয়েছিলেন! ভাবা যায়! এটি 'বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাগমগুলির একটি হিসেবেও স্বীকৃত। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.