Arijit Singh: ঘরের ছেলে পদ্ম সম্মানে ভূষিত, অরিজিতের আনন্দে উদ্বেল মুর্শিদাবাদ...
Arijit Singh: পাশাপাশি বাংলার মুকুটে আরও ৯ পালক । তলিকায় রয়েছেন অরিজিত্ সিং সহ মমতা শঙ্কর, তেজেন্দ্র নারায়ণরা। এবার পদ্ম সম্মান পাচ্ছেন রাজ্যের নামি ঢাকি গোকুল চন্দ্র দাস। শনিবার পদ্মসম্মান প্রাপকদের প্রথম তালিকা প্রকাশ করেছে কেন্দ্র।
সোমা মাইতি: অরিজিৎ সিং পদ্মশ্রী পাওয়ার খবরে উদ্বেলিত জিয়াগঞ্জ। তার বন্ধু বান্ধব প্রতিবেশী সবার মধ্যেই খুশির জোয়ার। স্থানীয় পৌরসভা অধীর আগ্রহের অপেক্ষায় অরিজিৎ এর জিয়াগঞ্জের ফেরার দিকে পথ চেয়ে। এই মুহুর্তে অনুষ্ঠানে জিয়াগঞ্জের বাইরে রয়েছেন অরিজিৎ। তার পরিবারেও খুশির জোয়ার। কিন্তু তার বাবা থেকে কাকা কেউই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইছেন না। তাদের কথা আগে অরিজিৎ প্রতিক্রিয়া দেক তারপরই আমরা যা বলার বলবো। সব নিয়ে জিয়াগঞ্জে ফের অরিজিৎকে ঘিরে উন্মাদনা।
আরও পড়ুন: পোশাক পরানো থেকে সবকিছু, নিজে হাতে করে দেন বয়ফ্রেন্ড! ক্যানসার আক্রান্ত হিনা আচমকাই আবেগী...
পাশাপাশি বাংলার মুকুটে আরও ৯ পালক । তলিকায় রয়েছেন অরিজিত্ সিং সহ মমতা শঙ্কর, তেজেন্দ্র নারায়ণরা। এবার পদ্ম সম্মান পাচ্ছেন রাজ্যের নামি ঢাকি গোকুল চন্দ্র দাস। শনিবার পদ্মসম্মান প্রাপকদের প্রথম তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় নাম রয়েছে গোকুল চন্দ্রের। উত্তর ২৪ পরগনার ঢাক বাদক গোকুল চন্দ্র দাসকে এবার দেওয়া হচ্ছে পদ্মশ্রী সম্মান। মহিলাদের ঢাকি হিসেবে তৈরির কথা ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রয়েছে। প্রায় একশোরও বেশি মহিলা ঢাকি তৈরি করেছেন তিনি। তার জন্য এক থেকে দেড় কেজি ওজনের ঢাক তৈরি করেছেন গোকুলচন্দ্র। উস্তাদ জাকির হুসেন ও পণ্ডিত রবি শঙ্করের অনুষ্ঠানে ঢাক বাজিয়েছেন তিনি।
বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন বলিউডে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী অরিজিত সিং।
পদ্মশ্রী পেলেন অভিনেত্রী মমতাশঙ্কর।
কার্তিক মহারাজকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী।
নগেন্দ্রনাথ রায়- সাহিত্য শিক্ষা
পবন গোয়েঙ্কা- বাণিজ্য
সজ্জন ভজঙ্ক- ব্যবসা বাণিজ্য
স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)- আধ্যাত্মিকতা
বিনায়ক লোহানি- সোশ্যাল ওয়ার্ক
তেজেন্দ্রনারায়ণ মজুমদার- আর্ট
অরুন্ধতী ভট্টাচার্য পাচ্ছেন পদ্মশ্রী। (ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্চিরি, মহারাষ্ট্র)
আরও পড়ুন: কামের চরম তাড়নায় উদ্দাম যৌনতায় ত্রয়ী, বারান্দা থেকে পড়ে মারাই গেলেন লাস্যময়ী মডেল...
অরুণোদয় সাহা। সাহিত্য,ত্রিপুরা।
তালিকায় রয়েছেন হরিয়ানার প্যারা আর্চার হরিবন্দর সিং। হরিয়ানায় তাঁকে সবাই চেনে কৈথলের একলব্য হিসেবে। ২০২৪ সালের প্যারা অলিম্পিক গেমসে তিনি সোনা পেয়েছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)