Kultali: বাড়িতে ঝান্ডা লাগানোয় বাধা! তৃণমূল সমর্থককে মেরে মাথা ফাটাল সিপিএম
মঙ্গলবার বিকেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে দুই CP(I)M কর্মীকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিস।
তথাগত চক্রবর্তী: বাড়িতে CP(I)M এর ঝান্ডা লাগাতে না দেওযায় তৃণমূল কর্মীর উপর হামলা ৷ ঘটনাটি ঘটেছে কুলতলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়ায়। আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মী খলিল জমাদার।
মঙ্গলবার বিকেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে দুই CP(I)M কর্মীকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিস।
ধৃতেরা হল রহিম আলি শেখ ও জিয়াদ লস্কর। তাদের বিরুদ্ধে ৩০৭ অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিস। ধৃতদের বুধবার বারুইপুর আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: Panihati: বিধায়ক-আইসির মধ্যে বাকবাকবিতণ্ডা, ভেস্তে গেল দণ্ডমহোৎসবের বৈঠক
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মী খলিল জমাদারের অভিযোগ তার বাড়িতে CP(I)M এর দলীয় পতাকা লাগাতে গিয়েছিল কর্মীরা। তিনি বাধা দেন। ঘটনার পরে তারা চলে যান।
খলিল জমাদার পেশায় একজন টোটোচালক। মঙ্গলবার বিকেলে টোটো নিয়ে তিনি চুপড়িঝাড়া এলাকায় স্ট্যান্ডে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তার অভিযোগ বাড়িতে পতাকা লাগাতে না দেওযায় ও তৃণমূলের সিম্বল দেওয়া গেঞ্জি পরে রাস্তায় বের হওয়ায় তাকে মারধর করা হয়েছে।
আরও পড়ুন: Malda News: টানা ২৫ বছরের নেতা, এবার পঞ্চায়েতে দাঁড়ালেই ঝাঁটাপেটা করার নিদান গ্রামবাসীর
ঘটনার জেরে তার মাথাও ফেটে গিয়েছে। এই ঘটনায় তৃণমূলের চুপড়িঝাড়া অঞ্চল কমিটির অন্যতম সদস্য সুজাউদ্দিন লস্কর অভিযোগ করে বলেন, ‘এলাকায় অশান্তি তৈরি করতে চাইছে CP(I)M’৷ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
সিপিএম-এর কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল পাল্টা অভিযোগ করে বলেন, মিথ্যা মামলা তাদের দলীয় কর্মীদের ফাঁসানো হচ্ছে ৷ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে তাঁর অভিযোগ।
এই বিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান আক্রান্তের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে ৷ ঘটনার তদন্ত করছে পুলিস।