Kalna Stampede: কালনার পিঠে-পুলি মেলায় চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে আহত ৮...
Kalna Pithe Puli Utsav: রবিবার মেলায় মুম্বইয়ের এক সংগীত শিল্পীর অনুষ্ঠান ছিল। সেই কারণেই উপচে পড়ে ভিড়। তা সামলাতেই হিমশিম খায় পুলিস। শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা।
সঞ্জয় রাজবংশী: উত্সবের মাঝেই বড়সড় দুর্ঘটনা। কালনার পিঠেপুলি উৎসবে বিচিত্রা অনুষ্ঠান দেখতে গিয়ে ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন। উপচে পড়া ভিড় সামলাতে লাঠি নিয়ে তাড়া করে পুলিস। সেই ভিড়ের চাপেই আহত ৮ জন। তাঁদের ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে।
আরও পড়ুন- Tiger in Maipith: একসপ্তাহে ৩বার হানা! অবশেষে খাঁচাবন্দি মৈপীঠের বাঘ...
কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে কয়েক দিন ধরেই চলছে পিঠেপুলি মেলা। রবিবার মেলায় মুম্বইয়ের এক সংগীত শিল্পীর অনুষ্ঠান ছিল। তা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন। মাঠের ভিতরে ঢোকার জন্য শুরু হয় ঠেলাঠেলি। ভিড় সামলাতে পুলিসও লাঠি উঁচিয়ে আসে। ছোটা ছুটিতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন। তাদের মধ্যে বেশিরভাগই মহিলা।
এর আগের বারের পিঠে পুলি উৎসবেও ভিড়ের কারণে পুলিসকে লাঠিচার্জ করতে হয় এবং বেশ কয়েকজন ভিড়ে ঠেলাঠেলিতে আহত হয়। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। অনুষ্ঠান শেষে বিধায়ক দেবপ্রসাদ বাগ আহত দেখতে হসপিটাল যান।
আরও পড়ুন- Fossils: ফসিলসের প্রাক্তন চন্দ্রমৌলির আত্মহত্যার খবর! 'কল্পনা করতে পারিনি..', শোকাহত রূপম
তৃণমূল বিধায়ক বলেন, বারবার মাইকে প্রচার করা হচ্ছিল মাঠের ভেতর প্রবেশ না করার জন্য, গেটও বন্ধ করে দেওয়া হয়েছিল, বাইরের মানুষকে ঠেকানো যাচ্ছিল না, প্রচুর পরিমাণে মহিলাদের ভিড় ছিল, তাদের সরানো যাচ্ছিল না। মাঠের বাইরে ভিড়ে হুড়োহুড়িতে বেশ কিছু লোক আহত হয়েছে। কয়েকজনের পা ভেঙে গেছে। আনন্দ অনুষ্ঠানে এই ধরনের ঘটনা কাম্য নয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)