দেড় ঘণ্টার ঝড়বৃষ্টিতে বিধ্বস্ত মালবাজার
Updated By: Jul 16, 2017, 09:28 AM IST
![দেড় ঘণ্টার ঝড়বৃষ্টিতে বিধ্বস্ত মালবাজার দেড় ঘণ্টার ঝড়বৃষ্টিতে বিধ্বস্ত মালবাজার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/16/89272-57251-india-cyclonekand-810.jpg)
ওয়েব ডেস্ক : মাত্র দেড় ঘণ্টার ঝড়-বৃষ্টি। তাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তর। এলাকা ডুবেছে হাঁটু জলে। ঝড়ে ভেঙে পড়েছে দুশোরও বেশি গাছ। জলপাইগুড়ির মালবাজার মহকুমার ঘটনা। বিচ্ছিন্ন বিদ্যুত্ সংযোগ। অন্ধকারে ডুবেছে গোটা এলাকা। ওদলাবাড়ির বিধানপল্লি এলাকায় ঝড়ে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লোডশেডিংয়ের জেরে গতকালই বিদ্যুত্ দফতরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
আরও পড়ুন, কৃষ্ণগঞ্জ হত্যা মামলায় ১১ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের
আরও পড়ুন, সল্টলেকের রাস্তায় নেই ট্রাফিক সিগনালের বালাই, ধরা পড়ল বেহাল নিরাপত্তার ছবি
Tags: