স্ত্রীর হাত ধরে টানাটানি, স্বামীর হাতে খুন পড়শি যুবক
মত্ত অবস্থায় অনিমেষ সাউটিয়ার বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে হারাধন।
![স্ত্রীর হাত ধরে টানাটানি, স্বামীর হাতে খুন পড়শি যুবক স্ত্রীর হাত ধরে টানাটানি, স্বামীর হাতে খুন পড়শি যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/28/165898-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন : মত্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে অভব্য আচরণ করায় স্বামীর হাতে খুন প্রতিবেশী। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে।
আরও পড়ুন, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দলীয় কর্মীদের, কেষ্টর গড়ে চরমে বিজেপির কোন্দল
শ্যামপুরের বারগ্রামের বাসিন্দা অনিমেষ সাউটিয়া। তাদের প্রতিবেশী হারাধন বাগ। অভিযোগ, মত্ত অবস্থায় অনিমেষ সাউটিয়ার বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে হারাধন। অনিমেষের স্ত্রী তখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। হারাধনকে চলে যেতে বলেন।
আরও পড়ুন, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, তীব্র যানজট
অভিযোগ, তখনই অনিমেষের স্ত্রীর হাত ধরে টানাটানি শুরু করে হারাধন। এরপরই বাড়ি থেকে বেরিয়ে এসে হারাধনের উপর চড়াও হয় অনিমেষ। কুডুলের বাঁট দিয়ে বেধরক মারধর করা হয় হারাধনকে। গুরুতর আহত হয় হারাধন বাগ।
আরও পড়ুন, সরকারি প্রকল্পের রাস্তা নির্মাণ নিয়ে তোলাবাজি, আক্রান্ত সুপারভাইজার
মারধরের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুর থানার পুলিস। জখম অবস্থায় হারাধন বাগকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত অনিমেষ সাউটিয়াকে গ্রেফতার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।