৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর, থানায় গিয়ে অপরাধ কবুল
স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলতেই আয়েশার উপর অত্যাচারের মাত্রা বাড়ে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/02/15/175944-pic.jpg?itok=IdW8_3Y2)
![৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর, থানায় গিয়ে অপরাধ কবুল ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর, থানায় গিয়ে অপরাধ কবুল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/22/257197-43482c0b-3b14-425c-a3fb-392fdd23428d.jpg)
নিজস্ব প্রতিবেদন : স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতার নাম আয়েশা মন্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে কাঁকসা এলাকায়।
অভিযোগ, বেশ কিছুদিন আগে স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন আয়েশা। তারপর থেকেই নানাভাবে তার উপর অত্যাচারের মাত্রা বাড়ছিল। পরিবারের লোকজনকে বেশ কয়েকবার আয়েশা তাঁকে বাপের বাড়ি নিয়ে আসার জন্যও জানান। কিন্তু দুই সন্তানের কথা ভেবে শেষে স্বামীর বাড়িতেই থেকে যান আয়েশা।
শেষে, গতকাল সন্ধ্যায় আন্ধারিয়াতে একটি ভেড়ির কাছে আয়েশাকে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ মৃতার বাবার। এই ঘটনায় কুলতলি থানায় স্বামী সহ শ্বশুর-শাশুড়ি ও দেওরের নামে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
এদিন সকালে এলাকাবাসী ভেড়ির কাছে দেহ পড়ে থাকতে দেখে পুলিসকে খবর দেয়। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস সূত্রে খবর, খুনের ঘটনায় স্বামী শুকুর আলি মণ্ডল নিজেই থানায় এসে অপরাধ কবুল করে। তাকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন, রাতের কলকাতায় প্লাস্টিকের গোডাউনে 'ভয়াবহ' অগ্নিকাণ্ড