টাকা মেলেনি, রাগের মাথায় গলা টিপে খুন করা হল গৃহবধূকে
জানা গিয়েছে, কিছুদিন আগে ২লক্ষ টাকা নেওয়ার পরও ফের বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য় স্ত্রীকে ক্রমাগত চাপ দিচ্ছিল তাঁর স্বামী মুজাফর মণ্ডলের।
![টাকা মেলেনি, রাগের মাথায় গলা টিপে খুন করা হল গৃহবধূকে টাকা মেলেনি, রাগের মাথায় গলা টিপে খুন করা হল গৃহবধূকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/10/191871-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন: গৃহবধূর গলা টিপে খুন করল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এমনটাই অভিযোগ মৃতার পরিবারের। মৃতার নাম আরিফা খাতুন বিবি (২৫) । দক্ষিণ ২৪ পরগণার নোদাখালি থানার দক্ষিণ পোয়ালীর ঘটনা। জানা গিয়েছে, কিছুদিন আগে ২লক্ষ টাকা নেওয়ার পরও ফের বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য় স্ত্রীকে ক্রমাগত চাপ দিচ্ছিল তাঁর স্বামী মুজাফর মণ্ডলের। এদিন বচসা বাঁধলে মুজাফর রাগের মাথায় গলা টিপে খুন করে।
আরও পড়ুন: আরও ৩০ কোম্পানি আধাসেনা, ষষ্ঠ দফাতেও ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী
পরিবার সূত্রের খবর, ৮ বছর আগে বনগ্রামের বাসিন্দা মুজাফর মণ্ডলের সঙ্গে দক্ষিণ পোয়ালী বাসিন্দা আরিফা খাতুন বিবির বিবাহ হয়। তাঁদের দুই সন্তানও রয়েছে। নোদাখালি থানার অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। অভিযুক্ত মুজাফর মণ্ডল ও তার পরিবারের লোকজন পলাতক।
ঘটনার তদন্ত করছে পুলিস।