পণের দাবির প্রতিবাদ করে আক্রান্ত গৃহবধূ
Updated By: Aug 27, 2017, 11:57 AM IST
![পণের দাবির প্রতিবাদ করে আক্রান্ত গৃহবধূ পণের দাবির প্রতিবাদ করে আক্রান্ত গৃহবধূ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/27/91976-lsdksdkdskfdkfkdkfkd.jpg)
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : পণের দাবির প্রতিবাদ করায় গৃহবধূকে খুন্তির ছ্যাঁকা দিল শ্বশুরবাড়ির লোকজন। সারা শরীরে দগদগে ক্ষত নিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন মহিলা। আড়াই বছর আগে সোনারপুরের কামরাবাদ এলাকার ওই মহিলার বিয়ে হয় রামচন্দ্রপুরের বাসিন্দা সুভাষ ঘোষের সঙ্গে। দীর্ঘদিন ধরেই একটি মোটরবাইকের দাবি জানিয়ে আসছিল সুভাষ। দিতে পারেনি মহিলার পরিবার।
আরও পড়ুন- গরুচোর সন্দেহে পিটিয়ে খুন ২
অএরপর থেকে তাঁর ওপর শারীরিক অত্যাচার চলতে থাকে। শুক্রবার এনিয়ে ব্যাপক অশান্তি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। অভিযোগ, এরপরেই মহিলার হাত চেপে ধরে তাঁর শ্বশুর-শাশুড়ি। স্বামী সুভাষ ঘোষ সারা শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দেয়। চিত্কার করলে তাঁকে প্রাণে মারার হুমকিও দেয় তারা। তদন্ত শুরু করেছে পুলিস।