ভুল ইঞ্জেকশনে শিশু মৃত্যুর অভিযোগ কোচবিহারে
কোচবিহারের ভোটবাড়িতে ভুল ইঞ্জেকশনে শিশু মৃত্যুর অভিযোগ। অভিযোগ স্থানীয় উপপ্রধান আলিমা বেগম স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তাঁর শিশুকে ইঞ্জেকশন দেন। অভিযোগ এরপর থেকেই অবস্থার অবনতি হতে থাকে ৪৫ দিনের ওই শিশুর। শিশুর সারা শরীরে অস্বাভাবিক দাগও দেখা গিয়েছিল বলে দাবি পরিবারের।
![ভুল ইঞ্জেকশনে শিশু মৃত্যুর অভিযোগ কোচবিহারে ভুল ইঞ্জেকশনে শিশু মৃত্যুর অভিযোগ কোচবিহারে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/22/88142-ljgljlfgjlgjfljglfjglfjgjfl.jpg)
ওয়েব ডেস্ক : কোচবিহারের ভোটবাড়িতে ভুল ইঞ্জেকশনে শিশু মৃত্যুর অভিযোগ। অভিযোগ স্থানীয় উপপ্রধান আলিমা বেগম স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তাঁর শিশুকে ইঞ্জেকশন দেন। অভিযোগ এরপর থেকেই অবস্থার অবনতি হতে থাকে ৪৫ দিনের ওই শিশুর। শিশুর সারা শরীরে অস্বাভাবিক দাগও দেখা গিয়েছিল বলে দাবি পরিবারের।
আরও পড়ুন- বীরভূমের নদীঘাটে অবৈধ কারবারে তৈরি হচ্ছে মরণ ফাঁদ
কাল রাত থেকেই শিশুর অবস্থার আরও অবনতি হয়। আজ ভোরে মেখলিগঞ্জ হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।