হুগলি বিজেপির কর্মীকে লক্ষ করে গুলি, অভিযোগের তীর তৃণমূলের দিকে
অন্যদিকে তৃনমূল নেতা দেবরাজ পাল সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে যে, জয়রাজই তাঁর লাইসেন্স পিস্তল দিয়ে গুলি চালিয়েছে। পাশাপাশি তাঁকেও মারতে এসেছিল বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: ভোট মিটে গিয়েছে বেশ কয়েকদিন আগেই। তবে অশান্তি অব্যাহত রাজ্যে। ভোট পরবর্তী হিংসায় এবার অশান্ত হুগলিতে। অভিযোগ, গতকাল রাতে মগড়া কালিতলা এলাকায় বিজেপির নেতা জয়রাজ পালকে লক্ষ করে গুলি চালানো হয়, পাশাপাশি তাঁর বাড়িও ভাঙচুড় করা হয়। অভিযোগ বাঁশবেড়িয়ার তৃনমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি দেবরাজ পালের আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়ে বলেছে অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের।
আরও পড়ুন: স্ত্রীর মুন্ডু কেটে স্কুল ব্যাগে ভরে সোজা থানায় গেলেন যুবক
প্রতিবাদে সোমবার মগড়া কালীতলায় আসাম লিঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে তৃনমূল নেতা দেবরাজ পাল সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে যে, জয়রাজই তাঁর লাইসেন্স পিস্তল দিয়ে গুলি চালিয়েছে। পাশাপাশি তাঁকেও মারতে এসেছিল বলে অভিযোগ। পুলিস অবরোধ তুলে দিলেও ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।