Bangladeshi Arrested: ভারতে এসে দিল্লিতে বসবাস করছিল, বনগাঁ দিয়ে ফেরার পথে গ্রেফতার ৫ বাংলাদেশি

Bangladeshi Arrested: ধৃতরা থাকত দিল্লির জে জে কলোনিতে। সেখানে থেকেই তারা ভুয়ো নথি জোগাড় করে পরিচয়পত্র তৈরি করে ফেলেছিল

Updated By: Jan 11, 2025, 03:48 PM IST
Bangladeshi Arrested: ভারতে এসে দিল্লিতে বসবাস করছিল, বনগাঁ দিয়ে ফেরার পথে গ্রেফতার ৫ বাংলাদেশি

মনোজ মণ্ডল: এক বাংলাদেশী-সহ একই পরিবারের মোট পাঁচজনকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিস।  ওই পাঁচ জনের মধ্যে একজন বাংলাদেশি। পরিবারের বাকী ৪ জন দিল্লির বাসিন্দা। কাগজপত্র তেমনই বলছে। ধৃত বাংলাদেশি কিছুদিন আগেই এদেশে অনুপ্রবেশ করেন। বাকীদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র। উদ্ধারহওয়া পরিচয় পত্রগুলি জাল কিনা তদন্ত করছে পুলিস।

আরও পড়ুন-লক্ষ্য সপ্তসিন্ধু জয়, ভরসা ক্রাউড ফান্ডিং! ষষ্ঠ চ্যানেল জয়ের উদেশ্যে বাংলার সায়ানী

ভারতে এসে নকল পরিচয় পত্র বানিয়ে বসবাস করে ফের বাংলাদেশে ফেরার পথে পুলিসের হাতে আটক হল ওই ৫ বাংলাদেশি। শনিবার সকালে বনগাঁ থানার রামচন্দ্রপুর থেকে তাদের আটক করে বনগাঁ থানার পুলিস।

পুলিস জানিয়েছে ধৃতদের নাম নান্নু মৃধা। বাড়ি বাংলাদেশের জালকাঠি জেলার নলসিটি থানা এলাকায়। আসমা মৃধা, পুন্নি মৃধা,রিয়া মৃধা ও আলিজা কুরেসি | আসমা, পুন্নি, রিয়া ও আলিজা নান্নু মৃধার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে উত্তর দিল্লিতে এসে জে জে কলোনিতে বসবাস করছিল।  

ধৃতরা বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসবাসকালে নকল নথিপত্র যোগাড় করে ভারতীয় আধার কার্ড, পরিচয় পত্র তৈরি করে | এদিন জেরা করে পুলিস সবকিছু জানতে পারে।  শনিবার সকালে ধৃত নান্নু মৃধাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিস |

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.