Urvashi Rautela: 'বাবার বয়সী হিরোর সঙ্গে এ কী অশ্লীল নাচ'! ফের বিতর্কে উর্বশী...

Urvashi Rautela: স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খানের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় নেটপাড়ায়। ৬৪ বছর বয়সী তারকার সঙ্গে উর্বশীর আবেদনময়ী নাচ মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। তা নিয়েই তুমুল শোরগোল। 

Updated By: Jan 11, 2025, 09:04 PM IST
Urvashi Rautela: 'বাবার বয়সী হিরোর সঙ্গে এ কী অশ্লীল নাচ'! ফের বিতর্কে উর্বশী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কে উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। এবার‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিডি দিবিডি’ গানে পারফর্ম করে এবার কটাক্ষের শিকার বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা। গানটি নিয়ে সমালোচনার অন্যতম কারণ নন্দমুরি বালাকৃষ্ণ। ৬৪ বছর বয়সী এই তারকার সঙ্গে উর্বশীর আবেদনময়ী নাচ মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। তার নাচের ভঙ্গিকে ‘অশ্লীল’ আখ্যা দিয়েছেন অনেকেই।  

আরও পড়ুন- Tiku Talsania: প্রিমিয়ারে গিয়ে হঠাত্‍ই অসুস্থ‌! হৃদরোগ নয় বেনস্ট্রোক আক্রান্ত টিকু তালসানিয়া, জানালেন স্ত্রী...

তবে সবচেয়ে বেশি যে কারণে আলোচনা শুরু হয়েছে তা হল স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খানের মন্তব্য ঘিরে। উর্বশীর সিনেমাকে পর্ন ফিল্মের সঙ্গে তুলনা করেছেন কমল। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা থাকা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল সিনেমা তৈরি করতে পারেন তো! বাবার বয়সী হিরোর সঙ্গে এ কী অশ্লীল নাচ’! 

আর এতেই চটেছেন অভিনেত্রী। দিয়েছেন পাল্টা উত্তরও। কমলের এমন মন্তব্য হেলায় উড়িয়ে দেননি নায়িকা। তিনি লিখেছেন, ‘দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি তারাও অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের? যারা দিনরাত পরিশ্রম করছেন। প্রকৃত ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’

আরও পড়ুন- Sara Sengupta: সলমানের হাত ধরে বলিউডে ডেবিউ সারার, যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদের মাঝেই সুখবর কন্যার...

এদিকে কমল আর খানই শুধু নয় কেউ কেউ দাবি করেছেন, যেকোন অভিনেত্রীর জন্যই এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক। নেটিজেনদের একাংশ বলেছেন, ‘এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।' আরেক নেটিজেন লিখেছেন, ‘অশালীন নাচ দেখিয়ে কি সিনেমার অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় সিনেমার প্রচার হচ্ছে।' 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.