Shantipur State General Hospital: অমানবিক, সরকারি হাসপাতালে শিশুর বমি পরিষ্কার করতে হল বাবাকেই! ভাইরাল ভিডিয়ো...

Shantipur State General Hospital: কাঠগড়ায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্‍সক।

Updated By: Feb 14, 2025, 07:19 PM IST
Shantipur State General Hospital: অমানবিক, সরকারি হাসপাতালে শিশুর বমি পরিষ্কার করতে হল বাবাকেই! ভাইরাল ভিডিয়ো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি হাসপাতালে শিশুর বমি পরিষ্কার করতে হল বাবাকেই! ভিডিয়ো ভাইরাল হতেই এবার পদক্ষেপ করল স্বাস্থ্যভবন।  নদীয়া জেলার মুখ্য় স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব। শুধু তাই নয়, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হল শোকজও করা হবে অভিযুক্ত চিকিত্‍সককে। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Cooperative Bank Election: এবার ভোটই হল না! শুভেন্দু গড়ে সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল..

অভিযোগ,  শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে শিশুকন্যার বমি  তার বাবাকে দিয়ে পরিষ্কার করিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্‍সক তন্ময় সরকার। বলেছেন,  'এটা রোগীর পরিবারের কর্তব্য'। সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শিশুটির বাবা জানান, '১৩ তারিখ রাতে ১টা নাগাদ আমার মেয়ে হঠাত্‍ অসুস্থ হয়ে পড়ে। পেটে ব্যাথা, একটু জ্বর জ্বর ভাব, বমিও করে। হাসপাতালে নিয়ে যাই। ডাক্তারবাবু দেখতে আমার মেয়ে ওখানে বমি করে'। তাঁর অভিযোগ, 'লোক পাঠাচ্ছে বাচ্চার বাবা কোথায়? বমিটা আমাদের পরিষ্কার করতে হবে। আমি গেলাম, বলল নীচে বমিটা পরিষ্কার করে দিন।  বলছে, আমাদের সুইপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে। যেখানে খুশি আমার নামে অভিযোগ করতে পারেন। আমি সুপারের কাছে অভিযোগ করেছি'।

আরও পড়ুন:  WB Weather Update: ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, কিছুদিনেই ভাসবে...

অভিযুক্ত চিকিত্‍সকের পাল্টা দাবি, 'ওনিই বলেছিলেন, যাওয়ার সময়ে পরিষ্কার করে দেব। ইঞ্জেকশন, ওষুধ দিয়ে বাচ্চাকে স্টেবল করেছি।  যদি অভিযোগ করেন যে আমরা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা'। সুপার তো তদন্ত করছেন? এবার জবাব, 'করুক। সুইপার ছিল না, আমাকেই পরিষ্কার করতে হত। রাতে অনেক ঝামেলা সত্ত্বেও সুইপার পাই না'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.