Howrah Incident | Eve-teasing: সরস্বতী পুজোয় ইভটিজিং! মেয়েকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল বাবার...
অভিযুক্ত ৩ যুবকের মধ্যে ২ জনকে ধরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।
দেবব্রত ঘোষ: সরস্বতী পুজোর দিন ইভটিজিং। একটি মেয়েদের স্কুলের সামনে ইভটিজিং। প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দিল তিন যুবক। ঘটনাটি ঘটেছে হাওড়ায়। অভিযুক্ত ৩ যুবকের মধ্যে ২ জনকে ধরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। আর বাকি একজন পলাতক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত, সরস্বতী পুজোয় ইভটিজিংয়ের ঘটনা এটা প্রথম নয়। এর আগেও সরস্বতী পুজোর দিন ইভটিজিং-এর ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালে সরস্বতী পুজো দেখতে গিয়ে ইভটিজিং-এর শিকার হয় মাধ্যমিক পরীক্ষার্থী বোন। প্রতিবাদ করায় হামলার মুখে পড়ে দাদা। ঘটনাটি ঘটেছিল মালদাতে। এমনকি পরিবারের মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
আইহো বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ওই ছাত্রী সরস্বতী পুজো দেখতে গিয়েছিল নামোটোলা এলাকায়। সেখানেই স্থানীয় কয়েকজন যুবকের ইভটিজিং এর শিকার হয় সে। নানা ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর কথাবার্তা বলা হয়েছিল ওই ছাত্রীকে। এর প্রতিবাদ করেছিল দাদা। তখন দাদার উপর চড়াও হয় ইভ-টিজারদের দল।
আরও পড়ুন, Saraswati Puja | Jalpaiguri: স্কুলের অধিকাংশ পড়ুয়াই সংখ্যালঘু, সব ভুলে মেতে উঠল বাগদেবীর আরাধনায়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)