North Bengal: মাঝরাতের কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্কিত এলাকার মানুষ
গত একমাসের টানা বর্ষনে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। বিভিন্ন নদীতে জল বেড়ে রাস্তায় চলে এসেছে বলেও জানা গিয়েছে। সব থেকে বেশি কম্পন অনুভূত হয় ধুপগুড়ি ব্লকে।
![North Bengal: মাঝরাতের কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্কিত এলাকার মানুষ North Bengal: মাঝরাতের কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্কিত এলাকার মানুষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/02/380929-earthquake.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার কেঁপে ওঠে উত্তরবঙ্গ। শুক্রবার রাত ১২টা নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।
শুক্রবার রাতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে সিকিম এবং ভুটানে। জানা গিয়েছে কম্পনের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে।
রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা দেখা যায় ৪.৩। যদিও এই ক্ষনস্থায়ি কম্পনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলায় পর পর দুই বার ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। সব থেকে বেশি কম্পন অনুভূত হয় ধুপগুড়ি ব্লকে।
গত একমাসের টানা বর্ষনে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। বিভিন্ন নদীতে জল বেড়ে রাস্তায় চলে এসেছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ফের অনুশাসনের অচলায়তনে 'সত্যসেবী' ধাক্কা সিপিএম-এ, তবু...
আরও পড়ুন: Howrah Swimming Pool Death: সুইমিং পুলে ডুবে মৃত্যু ৯ বছরের খুদের, কড়া পদক্ষেপ প্রশাসনের
আরও পড়ুন: Weather Today: রাজ্যে বাড়ছে আবহাওয়ার অস্বস্তি! বৃষ্টি কী তবে কমবে?