কানে হেডফোন, রেললাইন পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
পূর্ববর্ধমানের শক্তিগড়ের উত্তরবাজার এলাকার বাসিন্দা শ্রীকান্ত। এদিন কানে হেডফোন লাগিয়ে বাড়ি থেকে বের হয় সে।
নিজস্ব প্রতিবেদন: সচেতনতাই সার। তাতেও যে কোনও কাজ হয়নি তার ফের প্রমাণ মিলল বর্ধমানের শক্তিগড় এলাকায়। কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পারাপার করার সময় মালগাড়ি ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শ্রীকান্ত ক্ষেত্রপাল (২৭)। পূর্ববর্ধমানের শক্তিগড়ের উত্তরবাজার এলাকার বাসিন্দা শ্রীকান্ত। এদিন কানে হেডফোন লাগিয়ে বাড়ি থেকে বের হয় সে।
আরও পড়ুন: ফের উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ, স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের
কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হওয়ার সময় তাকে একটি মালগাড়ি ধাক্কা মারে তাঁকে। রেল লাইনের পাশেই মৃতের পরিবারের বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যান মৃতের পরিবার। খবর দেওয়া হয় জিআরপিতে। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিন বর্ধমান পুলিশ মর্গে মৃতের দাদা বাপ্পা ক্ষেত্রপাল জানান, ভাইয়ের কানে হেডফোন ছিল। সেই কারণেই হয়ত সে বুঝতে পারেনি যে ট্রেন আসছে। এদিন বর্ধমান পুলিশ মর্গে মৃতের দেহের ময়নাতদন্ত করা হয়।