South Dinajpur: কোচিংয়ের নামে চলছে স্কুল, মাস্ক নেই পড়ুয়াদের মুখে
শিক্ষিকা-পড়ুয়া মাস্কবিহীন, দূরত্ববিধি ছাড়াই চলছে স্কুল।
নিজস্ব প্রতিবেদন: কোচিং দেওয়ার নামে রমরমিয়ে চলছে স্কুল। কারও মুখে নেই মাস্ক। শিক্ষিকা-পড়ুয়া মাস্কবিহীন, দূরত্ববিধি ছাড়াই চলছে স্কুল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশিহারীর বেসরকারি স্কুলে।
একটা ঘরে গাদাগাদি করে বসে পড়াশোনা করছে ছোট ছোট শিশুরা। কারও মুখে মাস্ক নেই। কোভিডের তৃতীয় ঢেউ যখন দোরগোড়ায় তখন এতটা উদাসীনতা কেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। এ ঘটনায় কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
কোভিডের পরবর্তী ঢেউ আটকাতে ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। তার মধ্যে নজর এড়িয়ে কোভিড বিধি উড়িয়ে চলছে স্কুল।
আরও পড়ুন, Siliguri Wood Smuggling: নীলবাতি গাড়ির এসকর্ট করে পাচার হচ্ছিল বহুমূল্য কাঠ, গ্রেফতার কাস্টমস সুপার
প্রসঙ্গত, রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও করোনার চোখরাঙানি কমেনি। সোমবার সংক্রমিতের সংখ্যা ৫৭৫। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭০১ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৩৩ হাজার ২১৫ জনের।
অন্যদিকে, রাজ্যে এ দিন টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৭১ হাজার ৮৩৫ জনের। ১ লক্ষ ৮৭ হাজার ২৫২ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৪ হাজার ৫৮৩ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৯৬ লক্ষ ৮ হাজার ১৯০ জনের।