মোদীর মাথা খারাপ হয়ে গিয়েছে, প্রাণ থাকতে মাথা নোয়াবো না, ধরনামঞ্চে বসে বললেন মমতা

এদিন রাত ১১টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রাণ থাকতে মোদীর সামনে মাথা নোয়াবো না। মোদীর মাথা খারাপ হয়ে গিয়েছে। আসন্ন নির্বাচনে হার নিশ্চিত জেনে সমস্ত প্রতিষ্ঠানকে শেষ করতে চাইছে কেন্দ্র।' 

Updated By: Feb 3, 2019, 11:32 PM IST
মোদীর মাথা খারাপ হয়ে গিয়েছে, প্রাণ থাকতে মাথা নোয়াবো না, ধরনামঞ্চে বসে বললেন মমতা

নিজস্ব প্রতিবেদন: কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের বিরোধিতায় কলকাতার মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালীন ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ সপার্ষদ ধরনা শুরু করেন তিনি। সেখানেই ফের কেন্দ্রের বিরুদ্ধে মমতা। 

এদিন রাত ১১টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রাণ থাকতে মোদীর সামনে মাথা নোয়াবো না। মোদীর মাথা খারাপ হয়ে গিয়েছে। আসন্ন নির্বাচনে হার নিশ্চিত জেনে সমস্ত প্রতিষ্ঠানকে শেষ করতে চাইছে কেন্দ্র।' 

পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন জারির দিকে এগোচ্ছে, বললেন দিলীপ

মমতা জানিয়েছেন, '১৯ জানুয়ারির পর সিবিআই কর্তাদের তলব করা হয়। সেখানে তাঁদের বলা হয় 'কিছু তো করুন'। তার পরই ধরপাকড় শুরু করেছে সিবিআই। দেশে সুপার ইমারজেন্সি চলছে।'

মেট্রো চ্যানেল থেকে দেশের মানুষ, আইনরক্ষক, বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যমের কাছে দেশকে বাঁচানোর আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

.