বন্ধ ধান মিলের পাশে উদ্ধার চাষির দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষবাস করে দিন গুজরান করা সুজন মণ্ডল  পিপলান গ্রামের বাসিন্দা ছিলেন। 

Updated By: Dec 10, 2018, 11:39 AM IST
বন্ধ ধান মিলের পাশে উদ্ধার চাষির দেহ

নিজস্ব প্রতিবেদন: এক ব্যক্তির ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সোমবার সকালে রায়গঞ্জের দেহখণ্ড গ্রামে। মৃতের নাম সুজন মণ্ডল।

আরও পড়ুন-ফের বিজেপির আলোচনার প্রস্তাব ফেরাল রাজ্য, ডিজিকে চিঠি দিয়ে মিলল না সময়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষবাস করে দিন গুজরান করা সুজন মণ্ডল  পিপলান গ্রামের বাসিন্দা ছিলেন। রবিবার সন্ধ্যায় সাইকেলে পাশের গ্রাম ঘুঘুডাঙ্গায় গিয়েছিলেন সুজন। রবিবার রাতে আর বাড়ি ফেরেনি সুজন। পরিবারের তরফে তাঁকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু পরিবারে দাবি, রাত আটটার পর থেকে সুজনের ফোনে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বুথ মিটিং সেরে ফেরার পথে হামলা, কাঁকসায় গুলিতে খুন বিজেপি কর্মী

সোমবার সকালে দেহখণ্ড গ্রামের বন্ধ ধানের মিলের পাশ থেকে সুজনের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেহের কিছুদূরে পড়েছিল তাঁর সাইকেল। সাইকেলে রাখা তাঁর ব্যাগে জিনিসপত্রও ছিল।  মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিস। তদন্তে রায়গঞ্জ থানার পুলিস।

.