বার্নপুরের ইস্কোয় ঠিকাকর্মীর গায়ে পড়ে গেল গলানো লোহা; মৃত ২, জখম ৭
গলানো লোহা গায়ে পড়ে মৃত্যু হল ২ ঠিকা কর্মীর। ৭ জন গুরুতর জখম। বার্নপুরের ইস্কো কারখানার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা, দাবি কারখানার কর্মীদের। কারখানার সুরক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ কর্মীরা।
![বার্নপুরের ইস্কোয় ঠিকাকর্মীর গায়ে পড়ে গেল গলানো লোহা; মৃত ২, জখম ৭ বার্নপুরের ইস্কোয় ঠিকাকর্মীর গায়ে পড়ে গেল গলানো লোহা; মৃত ২, জখম ৭](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/06/85010-iisco.jpg)
ওয়েব ডেস্ক : গলানো লোহা গায়ে পড়ে মৃত্যু হল ২ ঠিকা কর্মীর। ৭ জন গুরুতর জখম। বার্নপুরের ইস্কো কারখানার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা, দাবি কারখানার কর্মীদের। কারখানার সুরক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ কর্মীরা।
ভয়াবহ দুর্ঘটনায় বেআব্রু ইস্কোর সুরক্ষা ব্যবস্থা। প্রশ্নের মুখে ভারপ্রাপ্ত ম্যানেজারের ভূমিকাও। কার গাফিলতিতে এত বড় দুর্ঘটনা ঘটে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কারখানার কর্মীরা। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের দায়িত্ব পুরোটাই তুলে দেওয়া হয়েছে ঠিকাদারদের হাতে। কর্মীদের উপযুক্ত সুরক্ষা সামগ্রী না দিয়ে কেন এই ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করানো হত, তা নিয়েও সরব হয়েছেন কর্মীরা। তাদের নজর এড়িয়ে কী করে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়েও সরব হয়েছেন কর্মীরা।
আরও পড়ুন, স্কুলে গ্যাস লিক করে অসুস্থ ২০০ জন পড়ুয়া