Bharat Jodo Yatra: বঙ্গে ভারত জোড়ো, অধীরকে সামনে রেখে সাগর থেকে পাহাড় যাত্রা কংগ্রেস কর্মীদের

Bharat Jodo Yatra: রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানিয়ে ছিলেন তৃণমূল সহ বিজেপি বিরোধী সব দলগুলিকে। বিরোধী ঐক্যের ক্ষেত্রে এই আমন্ত্রণ সদর্থক ছিল তাতে কোনও সন্দেহ নেই। বঙ্গে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার ক্ষেত্রে সেই একই ভূমিকা নিলনা অধীরের নেতৃত্বে থাকা কংগ্রেস। সকলকে যাত্রায় উদার আহ্বান জানালেও রাজনৈতিক দলগুলিকে কোনও চিঠি পাঠানো হবেনা বলে জানিয়েছেন অধীর।

Updated By: Dec 28, 2022, 01:26 PM IST
Bharat Jodo Yatra: বঙ্গে ভারত জোড়ো, অধীরকে সামনে রেখে সাগর থেকে পাহাড় যাত্রা কংগ্রেস কর্মীদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাহুল গান্ধীর নেতৃত্বে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩৫৭০ কিমি দীর্ঘ ভারত জোড়ো যাত্রা চলছে। তারই সমর্থনে বাংলার গঙ্গাসাগর থেকে পাহাড়ের কার্শিয়াং পর্যন্ত যাত্রার সূচনা করলেন অধীর চৌধুরী। ২৩ জানুয়ারী পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে পরিক্রমা করবে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী সকলকেই যাত্রায় সামিল হতে আহ্বান জানিয়েছেন অধীর।

সকাল ১০টায় সাগর থেকে বঙ্গে ভারত জোড়ো যাত্রার সূচনা করলেন অধীর চৌধুরী। তার আগে মিছিল করে কলসে গঙ্গাসাগরের জল নিতে শুরু হয় কংগ্রেস নেতা কর্মীদের ভিড়। সাগরের ধারে ঝান্ডা নিয়ে জোড়ো জোড়ো ভারত জোড়ো স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা।

গঙ্গাসাগর থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সুচনার সময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং আব্দুল মান্নান। এছাড়াও রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। এই রাজ্যে ভারত জোড়ো যাত্রার বাংলা নাম দেওয়া হয়েছে সাগর থেকে পাহাড়। সাগর ব্লকে দুদিন থাকবে এই যাত্রা।

রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানিয়ে ছিলেন তৃণমূল সহ বিজেপি বিরোধী সব দলগুলিকে। বিরোধী ঐক্যের ক্ষেত্রে এই আমন্ত্রণ সদর্থক ছিল তাতে কোনও সন্দেহ নেই। বঙ্গে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার ক্ষেত্রে সেই একই ভূমিকা নিলনা অধীরের নেতৃত্বে থাকা কংগ্রেস। সকলকে যাত্রায় উদার আহ্বান জানালেও রাজনৈতিক দলগুলিকে কোনও চিঠি পাঠানো হবেনা বলে জানিয়েছেন অধীর।

 

আরও পড়ুন: 'বীরভূমের তৃণমূল নেতারা আত্মগ্লানিতে ভুগছেন', বিজেপিতে বিপ্লব-যোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

গুজরাট ভোটে গোহারান হেরেছে কংগ্রেস। হিমাচলের ধাক্কা খেয়েছে বিজেপি। তবে ওই দুই ভোটের আগে থেকেই দক্ষিণে ভালো সাড়া ফেলেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধীর ভারতে জোড়ো যাত্রায় যোগ দিয়েছেন বলিউডের একাধিক সেলিব্রিটি। তালিকায় রয়েছে স্বরা ভাস্কর, পূজা ভাট, রিয়া সেন, সুশান্ত সিংরা। এবার রাহুলের ভারত জোড়ো যাত্রায় এবার যোগ দিচ্ছেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান।   

আরও পড়ুন: Weather Today: বছর শেষে ফের জাঁকিয়ে শীত? কেমন থাকবে নতুন বছরের আবহাওয়া?

এছাড়াও রাহুল গান্ধীর 'ভারত জোড়ো' যাত্রায় যোগ দেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে রাহুল গান্ধীর ছবি টুইট করে কংগ্রেস দাবি করে যে, ঘৃণার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশের মানুষ একজোট হচ্ছে। আর এটাই প্রমাণ করছে যে আমরা সফল হব।' ৭ সেপ্টম্বের তামিল নাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধীর এই 'ভারত জোড়ো' যাত্রা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.