Baruipur Incident: 'পাশের বাড়ির দাদা জোর করে আমার সঙ্গে....' মেয়ের হাড়হিম বয়ানে স্তম্ভিত বাবা-মা!

সেই ছবি ও ভিডিয়ো বিভিন্ন হাত ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছায় ৷ তাতেই তারা বিষয়টি জানতে পারে। 

Updated By: Feb 14, 2025, 11:58 AM IST
Baruipur Incident: 'পাশের বাড়ির দাদা জোর করে আমার সঙ্গে....' মেয়ের হাড়হিম বয়ানে স্তম্ভিত বাবা-মা!

তথাগত চক্রবর্তী: মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় ৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত যুবক ৷ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিস৷ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ 

বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করত অভিযুক্ত সুর্য দাস ৷ অভিযোগ, তাকে ও তার বাবা, মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত ৷ শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হত ৷ ভয় দেখিয়ে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। তার ভিডিয়ো ও ছবি তুলে রাখে ৷ পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করে ৷

আরও পড়ুন, Malda Murder:'আমার মাকে ওরা...', পণের বলি গৃহবধূর খুনিদের ধরিয়ে দিল একরত্তি সন্তানই!

শেষ পর্যন্ত সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক ৷ সেই ছবি ও ভিডিয়ো বিভিন্ন হাত ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছায় ৷ তাতেই তারা বিষয়টি জানতে পারে। তখন নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে জানায় ৷ এরপরই এই ঘটনায় বৄহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস ৷ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷

আরও পড়ুন, Hooghly: 'অভির শরীরে প্রীতমের নখের আঁচড়...' সমপ্রেমে মর্মান্তিক পরিণতি কিশোরের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.