আসানসোল পুরভোটের প্রচারে গঠিত বিজেপির ২১ জনের কমিটি, মাথায় বাবুল

আজকের বৈঠকে দিলীপ ঘোষ থাকলেও ছিলেন না খোদ বাবুল সুপ্রিয়

Updated By: Jul 13, 2021, 07:35 PM IST
আসানসোল পুরভোটের প্রচারে গঠিত বিজেপির ২১ জনের কমিটি, মাথায় বাবুল

নিজস্ব প্রতিবেদন: সামনেই আসানসোল পুরসভার নির্বাচন। এনিয়ে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। পুরভোটে প্রস্তুতি নিতে মঙ্গলবার আসানসোলে বসেছিল বিজেপি কার্যকারিনীর বৈঠক। সেই বৈঠকে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন-টিকা নিয়েই মণ্ডপে ঢোকার অনুমতি,  দুর্গাপুজোর গাইডলাইন তৈরিতে 'ফোরাম ফর দুর্গোৎসব' কমিটি

পুরভোটের প্রচারে এবার কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। প্রচারের জন্য ২১ জনের একটি কমিটি গঠন করল বিজেপি। সেই কমিটির প্রধান করা হয়েছে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে।

বাবুল ছাড়াও ওই কমিটিতে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘোড়ুই, দলের নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর শিবরাম বর্মন, বাপ্পা চট্টোপাধ্যায় ও শ্রীদীপ চক্রবর্তী।

আরও পড়ুন-পিএসি-মুকুল নিয়ে রাজ্যে রাজ্যে নথি পাঠাচ্ছে BJP, দেশজুড়ে TMC বিরোধী প্রচারে Suvendu

এদিকে, আজকের বৈঠকে দিলীপ ঘোষ থাকলেও ছিলেন না খোদ বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ বলেন, কোনও কাজে হয়তো ব্যাস্ত রয়েছেন। আগেও এরকম অনেক বৈঠকে উনি আসেননি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.