Asansol Shocker: পাইপলাইনের কাজ করতে গিয়ে ভয়ংকর ঘটনা, মর্মান্তিক পরিণতি ৩ শ্রমিকের

Asansol Shocker: নিহতদের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডে। বাকী একজেনর অবস্থা আশঙ্কাজনক....

Updated By: Jan 21, 2025, 03:08 PM IST
Asansol Shocker: পাইপলাইনের কাজ করতে গিয়ে ভয়ংকর ঘটনা, মর্মান্তিক পরিণতি ৩ শ্রমিকের

বাসুদেব চট্টোপাধ্যায়: জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গেলেন ৪ শ্রমিক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার ডালমিয়া এলাকায়। ঘটনার পরপরই উদ্ধারের কাজে হাত লাগান অন্য শ্রমিক ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিস।

আরও পড়ুন-জওয়ানদের গুলিতে ঝাঁঝরা কিষেনজির থেকেও দামি মাও-মাথা, নিহত আরও ১৩...

মাটি চাপা পড়ে যাওয়া ৪ শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা  হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন । চাপা পড়ে যান রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ, উদ্দিন শেখ (১৮), সামসুল শেখ (২০) ও নীতেশ পাশওয়ান(২৫)। এদের মধ্যে তাদের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার ও অন্য একজনের বাড়ি আসানসোলে। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কোলিয়ারি এলাকায়।

এদিন রেল সাইডিং রাস্তার পাশে রাজ্যে সরকারের পিএইচই-র জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সেই কারণে মাটি খুঁড়ে গর্ত করা হয়েছিল। হঠাৎই সেখানে মাটি ধসে পড়ে। মাটির চাঙড়ের মধ্যে আটকে পড়েন কয়েকজন শ্রমিক। স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। কোনওভাবেই তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। অন্য শ্রমিকেরা শাবল, কোদাল দিয়ে মাটি কেটে তাদের টেনে বের করার চেষ্টা করতে থাকেন। আবার জেসিবি দিয়েও মাটি সরানোর চেষ্টা করা হয়। যদিও তাতে আরও বিপদ হতে পারে বলে আশঙ্কায় চিৎকার শুরু করেন স্থানীয় মানুষজন। দীর্ঘক্ষণ চেষ্টার পর ৪ শ্রমিককে উদ্ধার করা হয়। আহতদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সমাজসেবি ফুচু বাউরি বলেন, শুনলাম ধস নেমেছে। এসে দেখি চারজন চাপা পড়েছে।  তাদেরকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনজনকে। একজনের অবস্থা আশঙ্কাজনক ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.