Darjeeling Zoo-তে নয়া অতিথি, ফের জন্ম নিল Red panda

এই প্রাণীটি Endangered গোত্রভুক্ত।

Updated By: Jul 22, 2021, 09:03 PM IST
Darjeeling Zoo-তে নয়া অতিথি,  ফের জন্ম নিল Red panda

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র মাস খানেকের। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় ফের জন্ম নিল Red panda। পশুপ্রেমীর জন্য সুখবর শোনালেন চিড়িয়াখানার অধিকর্তা ধর্মেন্দ্র রাই। 

পৃথিবী থেকে প্রায় বিলুপ্তির পথে Red Panda। IUCN Red List-য়ে এই প্রাণীটি Endangered গোত্রভুক্ত। বিশ্বে এদের সংখ্যা দশ হাজারেরও নীচে! কেন হারিয়ে যাচ্ছে Red Panda? চোরাশিকার তো বটেই, বাসস্থানে অভাব বা বনভূমির হ্রাস পাওয়াও অন্যতম কারণ। 

 

এই পরিস্থিতিতে দার্জিলিংয়ে চিড়িয়াখানায় Red Panda-র জন্মের খবরে উচ্ছ্বসিত পশুপ্রেমীরা। চিড়িয়াখানার অধিকর্তা ধর্মেন্দ্র রাই জানিয়েছেন, 'মা ও শিশু দু'জনেই ভালো আছে'। এর আগে জুন মাসেও এই চিড়িয়াখানায় জন্ম হয়েছিল Red Panda শাবকের।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.