Darjeeling Zoo-তে নয়া অতিথি, ফের জন্ম নিল Red panda
এই প্রাণীটি Endangered গোত্রভুক্ত।
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র মাস খানেকের। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় ফের জন্ম নিল Red panda। পশুপ্রেমীর জন্য সুখবর শোনালেন চিড়িয়াখানার অধিকর্তা ধর্মেন্দ্র রাই।
পৃথিবী থেকে প্রায় বিলুপ্তির পথে Red Panda। IUCN Red List-য়ে এই প্রাণীটি Endangered গোত্রভুক্ত। বিশ্বে এদের সংখ্যা দশ হাজারেরও নীচে! কেন হারিয়ে যাচ্ছে Red Panda? চোরাশিকার তো বটেই, বাসস্থানে অভাব বা বনভূমির হ্রাস পাওয়াও অন্যতম কারণ।
Exclusive । ZEE 24 Ghanta । দার্জিলিং চিড়িয়াখানায় আরও এক নতুন অতিথির আগমন। জন্ম এক রেড পান্ডা শাবকের। 'আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এই Red Pandaটি চলতি বছরের পঞ্চমতম রেড পান্ডা, মা ও বাবা সুস্থ আছে' এমনটাই জানালেন দার্জিলিং চিড়িয়াখানার পরিচালক Dharamdeo Rai#RedPanda pic.twitter.com/eYcXBNsDf4
— zee24ghanta (@Zee24Ghanta) July 22, 2021
এই পরিস্থিতিতে দার্জিলিংয়ে চিড়িয়াখানায় Red Panda-র জন্মের খবরে উচ্ছ্বসিত পশুপ্রেমীরা। চিড়িয়াখানার অধিকর্তা ধর্মেন্দ্র রাই জানিয়েছেন, 'মা ও শিশু দু'জনেই ভালো আছে'। এর আগে জুন মাসেও এই চিড়িয়াখানায় জন্ম হয়েছিল Red Panda শাবকের।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)