শপথের আগে ফের বৈঠকে মোদী - শাহ, মন্ত্রিসভা নিয়ে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
শপথগ্রহণের কয়েকঘণ্টা আগেও মোদীর মন্ত্রিসভা নিয়ে চলছে তুমুল জল্পনা। কে কে আজ মোদীর সঙ্গে শপথ নেবেন তা নিয়ে এখনো স্পষ্টভাবে জানা যায়নি কিছু।
![শপথের আগে ফের বৈঠকে মোদী - শাহ, মন্ত্রিসভা নিয়ে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত শপথের আগে ফের বৈঠকে মোদী - শাহ, মন্ত্রিসভা নিয়ে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/30/195088-387634-modi525.jpg)
নিজস্ব প্রতিবেদন: শপথগ্রহণের আগে ফের একবার মুখোমুখি হলেন মোদী ও অমিত শাহ। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন তাঁরা। সূত্রের খবর, প্রাতরাশের টেবিলে মন্ত্রিসভা নিয়ে শেষ মুহূর্তে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা।
\
আজ সন্ধে ৭টায় রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ইতিমধ্যে সেজন্য যাবতীয় প্রস্তুতি সারা। আসতে শুরু করেছেন অতিথিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথে হাজির থাকবেন প্রায় ৬,৫০০ জন অতিথি।
তবে শপথগ্রহণের কয়েকঘণ্টা আগেও মোদীর মন্ত্রিসভা নিয়ে চলছে তুমুল জল্পনা। কে কে আজ মোদীর সঙ্গে শপথ নেবেন তা নিয়ে এখনো স্পষ্টভাবে জানা যায়নি কিছু। মোদীর পুরনো মন্ত্রিসভার বেশ কয়েকজন প্রবীণকে এবার অব্যাহতি দেওয়া হতে পারে বলে খবর। সেখানে জায়গা পেতে পারেন নতুন মুখেরা।
সপ্তদশ লোকসভায় প্রোটেম স্পিকার হচ্ছেন সন্তোষ গঙ্গয়ার
বৃহস্পতিবার সকালে NDA-র শরিক দল শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত জানান, সমস্ত শরিক দল থেকে অন্তত ১ জন ঠাঁই পাচ্ছেন মন্ত্রিসভায়। শিবসেনার তরফে মন্ত্রী হবেন অরবিন্দ সাওয়ান্ত।
এদিন শপথের পর রাইসিনা হিলে রয়েছে ভোজনের আয়োজন। ওদিকে বিজেপি নেতা-কর্মীদের জন্য অমিত শাহের দিল্লির বাসভবনে রয়েছে বিশেষ ভোজের আয়োজন। তার প্রস্তুতিও চলছে জোরকদমে।