Visva Bharati: কঙ্কালীতলায় জলে ডুবে মৃত্যু বিশ্বভারতীর পড়ুয়ার!

পুলিস সূত্রে খবর, মৃতের নাম মহাদেব হাজরা। বাড়ি, বোলপুরের কালিমোহনপল্লিতে। বিশ্বভারতীর সঙ্গীতভবনের তবলা বিভাগের ছাত্র ছিলেন মহাদেব।  স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন তিনি। মঙ্গলবার পাড়াতেই এক ব্য়ক্তির মৃত্যু হয়। তাঁকে দাহ করতেই কঙ্কালীতলায় শশ্মানে যান বিশ্বভারতীর পড়ুয়া। সঙ্গে ছিলেন বন্ধুরাও।

Updated By: Sep 25, 2024, 06:19 PM IST
Visva Bharati: কঙ্কালীতলায় জলে ডুবে মৃত্যু বিশ্বভারতীর পড়ুয়ার!

প্রসেনজিত্‍ মালাকার: নিছকই দুর্ঘটনা? বীরভূমের কঙ্কালীতলায় জলে ডুবে মৃত্যু হল বিশ্বভারতীর এক পড়ুয়ার! কোপাই নদীতে পাওয়া গেল দেহ। মৃতে বেশ কয়েকজন বন্ধু জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন:  Asamsol: ডিজেল চুরির অভিযোগ, ২ যুবককে নগ্ন করে মারধর, ভাইরাল হল ভিডিয়ো

পুলিস সূত্রে খবর, মৃতের নাম মহাদেব হাজরা। বাড়ি, বোলপুরের কালিমোহনপল্লিতে। বিশ্বভারতীর সঙ্গীতভবনের তবলা বিভাগের ছাত্র ছিলেন মহাদেব।  স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন তিনি। মঙ্গলবার পাড়াতেই এক ব্য়ক্তির মৃত্যু হয়। তাঁকে দাহ করতেই কঙ্কালীতলায় শশ্মানে যান বিশ্বভারতীর পড়ুয়া। সঙ্গে ছিলেন বন্ধুরাও।

তারপর? শবদাহ তখন শেষ। মৃতের অস্থি বিসর্জনের জন্য় শশ্মান লাগোয়া কোপাই নদীর ঘাটে যান সকলে। সবার সঙ্গে নদীতে স্নান করতে নামেন মহাদেবও। কিন্তু বাকি স্নান করে যে যার বাড়িতে ফিরে গেলেও, তাঁকে আর দেখা যায়নি! কোথায় গেলেন? শুরু হয় খোঁজাখুঁজি। শেষে ঘাটে যখন জামা কাপড় দেখতে পেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়। আজ, বুধবার দিনভর কোপাই নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশির চালানোর পর উদ্ধার হয় দেহ। 

এর আগে, পাঠভবনের পড়ুয়ার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠেছিল বিশ্বভারতী। তখন উপাচার্য ছিলেন বিদ্য়ুত্‍ চক্রবর্তী। পাঠভবনের উত্তরশিক্ষা হস্টেলের ঘর উদ্ধার হয়েছিল অসীম দাস নামে এক পড়ুয়ার দেহ। হস্টেলেই তাঁকে খুনের অভিযোগ করেছিলেন পরিবারে লোকেরা। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন:  Bankura: ডেঙ্গি-ম্যালেরিয়ার আতঙ্কে কাঁপছে জেলা! হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.