তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টের
বিদেশের মাটিতে টানা ৮টি টেস্ট হারার পর এবার বোধ হয় শিক্ষা নিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তরুণদের কেন দলে সুযোগ দেওয়া হচ্ছে না, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। এবার তরুণদের দলে ফেরানোর উদ্যোগই নিল টিম ম্যানেজমেন্ট।
Updated By: Feb 8, 2012, 10:42 PM IST
বিদেশের মাটিতে টানা ৮টি টেস্ট হারার পর এবার বোধ হয় শিক্ষা নিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তরুণদের কেন দলে সুযোগ দেওয়া হচ্ছে না, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। এবার তরুণদের দলে ফেরানোর উদ্যোগই নিল টিম ম্যানেজমেন্ট।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে প্রত্যেকটি ম্যাচে এক জন করে সিনিয়রকে বসিয়ে সুযোগ দেওয়া হবে তরুণদের। এই সিদ্ধান্ত অনুযায়ীই প্রথম ম্যাচে বসিয়ে রাখা হয় বীরেন্দ্র সেওয়াগকে। একই সঙ্গে পারথে চুড়ান্ত একাদশে রাখা হয়নি গৌতম গম্ভীরকে।