বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে সমর্থকদের বিরাট বার্তা দিলেন ক্যাপ্টেন কোহলি
ফ্যানদের উদ্দেশ্যে ম্যাচ শেষে আবেগঘন টুইট করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন : সেমি-ফাইনালেই শেষ ভারতের বিশ্বকাপ বিশ্বকাপ অভিযান। পর পর দুটো বিশ্বকাপে শেষ চারের লড়াই থেকে ছিটকে যেতে হল টিম ইন্ডিয়াকে। ২০১৫ সালে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে সেমি-ফাইনালে হারে টিম ইন্ডিয়া। আর ২০১৯ সালে নিউ জিল্যান্ডের কাছে ১৮ রানে হারে ভারত। কিউইদের কাছে হারের পর বুধবারই ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ''৪৫ মিনিট খারাপ ক্রিকেট খেলার জন্য আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলাম।''
ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় কোটি কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে। ভারতের মতো দেশে যেখানে ক্রিকেট একটা ধর্ম সেখানে সেমি-ফাইনালে হারটা মেনে নিতে পারছেন না আপামর ক্রিকেটপ্রেমী ভারতীয়রা। তাই ফ্যানদের উদ্দেশ্যে ম্যাচ শেষে আবেগঘন টুইট করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
Firstly I want to thank all our fans who came in huge numbers to support the team. You made it a memorable tournament for all of us & we definitely felt the love showered upon the team. We are all disappointed & share the same emotions as you. We gave everything we had.Jai hind pic.twitter.com/rFwxiUdqK5
— Virat Kohli (@imVkohli) July 10, 2019
টুইটে বিরাট লেখেন, "প্রথমেই আমি সকল ফ্যানদের ধন্যবাদ জানাব যাঁরা আমাদের দলকে সমর্থন করেছেন। আপনারাই এই প্রতিযোগিতাকে আমাদের কাচে স্মরণীয় করে তুলেছেন। আমরাও আপনাদের ভালোবাসা অনুভব করেছি। আমরা সবাই হতাশ। আপনাদের মতোই আমাদেরও সকলের একই অনুভূতি। আমরা আমাদের সবটা দিয়ে লড়াই করেছি। জয় হিন্দ!"
আরও পড়ুন - ধোনির অবসর রুখতে এবার এগিয়ে এলেন ভারতরত্ন লতা মঙ্গেশকর