ফের ট্যুইট গেরোয় ললিত মোদি
টুইটারে ঘরের কথা ফাঁস করার অভ্যাসের বড়সড় খেসারত দিতে হতে পারে প্রাক্তন `প্রিমো সুপ্রিমো` ললিত মোদিকে। সোমবার লন্ডন হাইকোর্টের রায় কার্যকর হলে প্রায় ৫ লক্ষ পাউন্ড গুনেগার দিতে হবে আইপিএলের প্রাক্তন কর্ণধারকে।
টুইটারে ঘরের কথা ফাঁস করার অভ্যাসের বড়সড় খেসারত দিতে হতে পারে প্রাক্তন `প্রিমো সুপ্রিমো` ললিত মোদিকে। সোমবার লন্ডন হাইকোর্টের রায় কার্যকর হলে প্রায় ৫ লক্ষ পাউন্ড গুনেগার দিতে হবে আইপিএলের প্রাক্তন কর্ণধারকে।
ঘটনার সূত্রপাত ৫ জানুয়ারি ২০১০। আইপিএলের তৃতীয় সংস্করণের আগে এক ট্যুইটে ললিত মোদি জানিয়েছিলেন, ম্যাচ ফিক্সিং-এর সঙ্গে জড়িত থাকায় নিলামে থাকছে না নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ক্রিস কেয়ার্নস। অভিযোগ অস্বীকার করেন কেয়ার্নস। পাল্টা জবাবে মোদি বলেন, "আমাদের হাতে প্রমাণ আছে। কেয়ার্নস আদালতে গেলে আমরা তা পেশ করব।"
দিনকয়েকের মধ্যেই মানহানির মামলা করেন প্রাক্তন কিউই অধিনায়ক। এর পর থেকে চলছিল মামলা। সোমবার মামলাটির রায় দিতে গিয়ে লন্ডন হাইকোর্টের জজ ডেভিড বিন বলেন, "দাবি প্রমাণ করতে সম্পুর্ণ ব্যর্থ হয়েছেন ললিত মোদি।" ফলে ৯০ হাজার পাউন্ড জরিমানা ধার্য করেছেন বিচারপিত। এছাড়া মামলা চালানোর খরচ হিসাবে আরও ৪ লক্ষ পাউন্ড ২৮ দিনের মধ্যে মোদিকে মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে আপিলের দরজা খোলা আছে মোদির সামনে।